ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাগরে ট্রলারে ডাকাতি

বাগেরহাটে ২০ জেলেকে অপহরণ

প্রকাশিত: ০৭:০০, ২৯ জুলাই ২০১৮

বাগেরহাটে ২০ জেলেকে অপহরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে ইলিশ আহরণের জেলে বহরের ট্রলারে গণডাকাতির খবর পাওয়া গেছে। সশস্ত্র দস্যুরা মুক্তিপণের দাবিতে দু’টি ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দস্যু ছোটভাই বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে জেলেদের সূত্রে জানা গেছে। ফিরে আসা জেলেরা জানান, শনিবার ভোরের দিকে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে ঘুমিয়ে ছিল। এ সময় ছোটভাই বাহিনীর সশস্ত্র দস্যুরা অতর্কিতে জেলে বহরে হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০ টি ট্রলার থেকে জেলেদের সর্বস্ব লুটে নেয়। এ সময় ট্রলার এফবি মা-জননীর মাঝি খোকন, নিজাম ও এফবি ইমরান ট্রলারের মাঝি খলিলসহ কমপক্ষে ২০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। ওই দস্যু ছোটভাই বাহিনী বলে পরিচয় দেয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতা চৌধুরী গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চত করেন। মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৮ জুলাই ॥ নতুন কোন কর আরোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার প্রায় ৯০ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ৮২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে পৌর মিলনায়তন কেন্দ্রে বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে এক সমাবেশে ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ফজলুর রহমান। বাজেটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ প্রমুখ। বাজেট ঘোষণাকালে মেয়র ফজলুর রহমান বলেন, এ অর্থবছরে নতুন কোন কর আরোপ করা হয়নি। পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখে এ বাজেট করা হয়েছে।
×