ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধানমণ্ডি, কলাবাগান সেগুনবাগিচা ও মন্ত্রিপাড়ার ৪৫ ভাগ বাড়িতে এডিস লার্ভা ॥ মেয়র খোকন

প্রকাশিত: ০৬:৫৬, ২৯ জুলাই ২০১৮

ধানমণ্ডি, কলাবাগান সেগুনবাগিচা ও মন্ত্রিপাড়ার ৪৫ ভাগ বাড়িতে এডিস লার্ভা ॥ মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিসিসি) আওতাধীন ধানমণ্ডি, কলাবাগান, সেগুনবাগিচা ও মন্ত্রীপাড়া এলাকার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে ডিসিসির অন্যান্য অঞ্চলে এ মশার উপস্থিতি খুবই কম বলে দাবি করেন তিনি। শনিবার সকালে রাজধানীর বীর উত্তম সিআর দত্ত সড়কের কাঁঠালবাগান ঢালে এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংসকরণ শীর্ষক এক কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। ডিএসসিসির এই অঞ্চলে ব্যাপক হারে এডিস মশার লার্ভা পাওয়ায় এ কর্মসূচী গ্রহণ করা হয়। মেয়র বলেন, গত ২৫ জুন থেকে এ কর্মসূচী চলছে। আমাদের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে বাসায় বাসায় গিয়ে লার্ভা ধ্বংস করেছে। পাশাপাশি ওইসব বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করেছে। ১৯ হাজার ৫৪২টি বাড়িতে আমাদের কার্যক্রম পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা জানতে পেরেছি অঞ্চল ১-এ প্রায় ৪৫ শতাংশ বাড়িতেই মশার লার্ভা পাওয়া গেছে, যা খুবই উদ্বেগজনক। এ কারণে আমরা এডিস মশার লার্ভা ধ্বংসকরণে আবারও কর্মসূচী নিয়েছি। এতে অঞ্চল ১-কে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ধানম-ি, কলাবাগান, মন্ত্রীপাড়া ও সেগুনবাগিচা এলাকার বাসাগুলোতে এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে। এই এলাকার প্রায় প্রতি ৩ বাড়ির একটিতে আমরা মশার লার্ভা পেয়েছি। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, সচিব মোঃ শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল (ডাঃ) শেখ সালাউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ।
×