ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আরও দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করুন ॥ নারী পুলিশকে আইজিপি

প্রকাশিত: ০৬:০৮, ২৯ জুলাই ২০১৮

আরও দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করুন ॥ নারী পুলিশকে আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ নারী পুলিশের আরও দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) নবগঠিত কার্যনির্বাহী কমিটির ২০১৮-২০ সালের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন পুলিশ প্রধান। জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুলিশ প্রধান আরও বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে ১৯৭৪ সালে মাত্র ১৪ নারী নিয়ে পুলিশের নারীর পদযাত্রা সূচিত হয়। আজ পুলিশে নারীর সংখ্যা এগারো হাজারের বেশি। যা মোট পুলিশ সদস্যের সাড়ে সাত ভাগ। পুলিশে নারীরা আজ স্বমহিমায় সমুজ্জ্বল। পুলিশকে একটি জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে উইমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন গঠন করা হয়েছে। ৭টি মেট্রোপলিটন পুলিশ ইউনিটসহ পার্বত্য রাঙ্গামাটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারী সহায়তা কেন্দ্র ও থানায় শিশু হেল্পডেস্ক কার্যক্রম চালু করা হয়েছে। থানাগুলোকে নারী ও শিশুবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। নারী পুলিশের সমন্বয়ে গঠিত ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। শান্তিরক্ষা মিশনেও তারা অনন্য অবদান রাখছে।
×