ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৬, ২৮ জুলাই ২০১৮

মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব  নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে ভর্তি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ন্যাপের সভাপতি, প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমেদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করছেন। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশ হাসপাতালে তাকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাসপাতালে তিনি বলেন, মোজাফফর আহমদের চিকিৎসায় এ পর্যন্ত যত খরচ হয়েছে তা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে। আগামীতে যত খরচ হবে সব প্রধানমন্ত্রী বহন করবেন। মুক্তিযুদ্ধকালের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য তিনি। গত ২০ জুলাই সকালে বারিধারার পার্ক রোডের বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় ওই দিনই। মেডিসিন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীনের অধীনে চিকিৎসাধীন মোজাফফর আহমদ গত এক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার শারীরিক অবস্থা উন্নতি হওয়ার কারণে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।
×