ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কুঁড়েঘরে বন্যহাতি ॥ দুই শিশু হতাহত

প্রকাশিত: ০৪:৪৪, ২৮ জুলাই ২০১৮

  কুঁড়েঘরে বন্যহাতি ॥ দুই শিশু হতাহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৭ জুলাই ॥ লংগদু উপজেলার ভাসান্যাআদাম ইউনিয়নের চাল্যাতলী এলাকায় শুক্রবার ভোরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ছিয়ন্তন চাকমা (৬) নামে এক শিশু নিহত ও যতি চাকমা নামে (২) অপর শিশু গুরুতরভাবে আহত হয়েছে। নিহত ও আহত ২ জনই শিপন চাকমার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিপন চাকমা একজন দরিদ্র জুমিয়া পরিবার। সেখানে তার ৪ সন্তান নিয়ে বসবাস করছিল । ওইদিন ভোরে একপাল বন্যহাতি হঠাৎ করে তার কুঁড়েঘরে ঢুকে পড়ে। এই সময়ে শিপন তার অপর ২ সন্তানকে নিয়ে জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘুমন্ত ২শিশু ঘরে থেকে যায়। এই সময়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক সন্তান মারা য়ায় ও অপর সন্তান আহত হয়েছে । সন্তান হারিয়ে শিপন চাকমা প্রায় পাগল হয়ে গেছে।
×