ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেবাচিমে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:৪২, ২৮ জুলাই ২০১৮

 শেবাচিমে সাংবাদিক প্রবেশে  নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসালয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন। এ সংক্রান্ত একটি সরকারী নির্দেশনা জারি করা হয়েছে। পরিচালকের স্বাক্ষরিত ওই নির্দেশনায় বরিশাল প্রেসক্লাব এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদককে ইস্যুকৃত চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে হাসপাতালে রিপোর্ট সংগ্রহ করতে আসলে তারা পরিচালকের অনুমতি গ্রহণ করেন না। সে কারণে অনেক ক্ষেত্রে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পরেন। এ সকল অনাকাক্সিক্ষত বিষয় থেকে পরিত্রাণ পেতে শুধু প্রেসক্লাবের সদস্যদের পরিচয়পত্র দেখিয়ে এবং পরিচালকের অনুমতি ছাড়া কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেন সেই সাংবাদিককে পুলিশের কাছে সোপর্দ করা হবে। এ বিষয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস বলেন, শেবাচিমের পরিচালক আসলে সাংবাদিক নিয়ে ভুলের জগতে রয়েছেন। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা মোটেই তার এখতিয়ারে নেই। অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত।
×