ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চারদিকে অন্ধকার অস্বস্তিকর পরিবেশ ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:০৭, ২৭ জুলাই ২০১৮

চারদিকে অন্ধকার অস্বস্তিকর  পরিবেশ ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ চারদিকে অন্ধকার অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জিয়া শিশু একাডেমি’ নামক একটি সংগঠন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। একই সময় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) নিজেই আচরণবিধি লঙ্ঘন করছে। ফখরুল বলেন, আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছেন। এ দেশটাকে আমাদের সুন্দর করে গড়ে তোলার কথা। কিন্তু কী হচ্ছে? তারপরও আমাদের দায়িত্ব শিশুদের তৈরি করে তোলা। কারণ, শিশুরাই জাতির ভবিষ্যত। ফখরুল বলেন, আমরা যদি গোটা বিশ্বের দিকে তাকাই তাহলে যুদ্ধ, বিগ্রহ, হত্যা ও অন্যায় চলছে এবং দেশে যখন খবরের কাগজের পাতা উল্টাই তখন দেখি আমাদের শিশুদের ওপর নির্যাতন চলছে, আমাদের মায়েরা নির্যাতনের শিকার হচ্ছেন, আমাদের ভাইয়েরা নির্যাতন-নিপীড়নের মুখে পড়ছে। তখন সত্যিকার অর্থেই আমরা ব্যথিত হই, বিপর্যস্ত হই। কখনও কখনও মনে হয় আলো কি নেই? জিয়া শিশু একাডেমি আজকে আমাকে একটি ভিন্ন জগতে নিয়ে এসেছে। যদিও এই জগতটি আমার শৈশব, কৈশোর ও যৌবনের। আমি এই জগতেরই একজন মানুষ ছিলাম। আজকে এখানে শিশুরা যে পারফরমেন্স করেছে তা দেখে আমি অভিভূত হয়েছি। জিয়া শিশু একাডেমি দীর্ঘকাল ধরে কাজ করছে। উদীয়মান শিশুদের খুঁজে বের করে নিয়ে এসে সাংস্কৃতিক অঙ্গনে যাতে ভাল করতে পারে সেই চেষ্টা করছে। তিন সিটিতে ইসিই আচরণবিধি লঙ্ঘন করছে-রিজভী ॥ আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) নিজেই আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে গ্রেফতার, হয়রানি, নির্বাচনী প্রচারে বাধাসহ নানা বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগের পাহাড় জমা হলেও ইসি কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। বুধবার ইসি সচিব বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। অথচ কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছিল, তিন সিটি নির্বাচনে কাউকেই গ্রেফতার করা যাবে না। ইসি সচিবের এই বক্তব্য পক্ষপাতমূলক এবং সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। রিজভী বলেন, দেশে এখন মানুষ গায়েব হয়, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ গায়েব হয়, সরকারী-বেসরকারী ব্যাংকের কোটি কোটি টাকা গায়েব হয়, কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে সোনা গায়েব হয়, শেয়ার বাজারের টাকা গায়েব হয় এবং অমূল্য সম্পদ দেশের খনি থেকে লাখ লাখ টন কয়লাও গায়েব হয়ে গেছে। এ নিয়ে আলোড়ন সৃষ্টি হলেও সরকার তা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। কঠোর আন্দোলনে এ সরকারের পতন ঘটাতে হবে-নোমান ॥ কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×