ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৯, ২৭ জুলাই ২০১৮

  কুয়াকাটায় নিখোঁজ  পর্যটকের মৃতদেহ  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ জুলাই ॥ কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক সোহাগের (৩০) মৃতদেহ বৃহস্পতিবার সকালে সৈকতের মাঝিবাড়ি এলাকা থেকে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার করেছে। মৃতদেহটি মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর থেকে সোহাগ নিখোঁজ ছিল। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান জানান, বুধবার দুপুরে নিখোঁজ সোহাগ তার দুই সহকর্মীর সঙ্গে সাগরে গোসলে নামেন। এরপর থেকে নিখোঁজ ছিল। নিহত সোহগের বাড়ি সাভার উপজেলার আশুলিয়ার জামগড় এলাকায়। মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত সোহাগের মৃতদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। . সীতাকুন্ডে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ড চট্টগ্রাম থেকে জানান, সীতাকু-ের ছোট কুমিরায় খেলতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া মোঃ রাহাত (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত বৃহস্পতিবার বেলা পৌনে দুইটায় কুমরা ঘাটঘর সংলগ্ন পুরানো স্লুইস গেট এর পাশের সমুদ্র থেকে রাহাতের নিথর দেহটি উদ্ধার করা হয়। রাহাত কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র এবং কুমিরা ৬নং ওয়ার্ড সোনার পাড়া এলাকার মোঃ ছবির আহমেদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে রাহাত ব্রিজ পার হওয়ার সময় পাহাড়ী ঢল ও তীব্র স্র্রোতের টানে কুমিরা খালে ভেসে যায়। ঘটনার পরপরই এলাকাবাসী খালের বিভিন্নস্থানে খুঁজতে থাকে। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাতে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু গত বুধবার বিকেল পর্যন্ত টানা খোঁজার পর রাহাতের লাশের সন্ধান না পাওয়ায় তারা উদ্ধার অভিযান বন্ধ করে ফিরে যান।
×