ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছুটি শেষে বিকেএসপিতে অনুশীলনে মামুনুলরা

প্রকাশিত: ০৭:০৭, ২৬ জুলাই ২০১৮

ছুটি শেষে বিকেএসপিতে অনুশীলনে মামুনুলরা

স্পোর্টস রিপোর্টার ॥ তিনদিনের ছুটি শেষে সাভারের জিরানির বিকেএসপিতে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের অনুশীলন। দক্ষিণ কোরিয়ায় কন্ডিশনিং ক্যাম্পের আগে ছয়দিনের প্রস্তুতি সারবে জেমি ডে’র শিষ্যরা। সামনের ব্যস্ত সূচীর আগে কন্ডিশনিং ক্যাম্প ফুটবলারদের দক্ষতা বাড়াবে, এমনটাই বলছে টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠের সাফ চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে। আগস্টে এশিয়ান গেমস। কাতার থেকে ফিরেই বিকেএসপিতে ব্যস্ত জাতীয় দল। তিন ধাপে চলছে অনুশীলন। প্রথমদিন হাল্কা ওয়ার্ম আপের পর স্কিল নিয়ে কাজ করেছেন কোচ জেমি। বিকেএসপিতে ছয়দিনের অনুশীলন শেষে দক্ষিণ কোরিয়া যাবে বাংলাদেশ। সেখান পাঁচটি অনুশীলন ম্যাচ শেষে জাকার্তা যাবে জাতীয় দল। সাফের আগে এশিয়াডে নিজেদের সামর্থ্য বুঝে নেয়ার সুযোগ টিম ম্যানেজমেন্টের। এশিয়াডে সিনিয়র কোটায় তিনজন সুযোগ পেলেও দলে জায়গা পাননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের। তবে এ নিয়ে মোটেও হতাশ নন তিনি। তারুণ্যনির্ভর দল নিয়ে বরং আশাবাদীই তিনি। এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টে শুরু ১৪ আগস্ট থেকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে কাতার, উজবেকিস্তান ও থাইল্যান্ড।
×