ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ॥ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ জুলাই ২০১৮

চট্টগ্রামে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু ॥ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বহদ্দারহাট ফ্লাইওভারে ওঠার সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আরেক বৃদ্ধ। এছাড়া কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি জাহাজে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক। রবিবার রাতে এবং সোমবার সকালে এই ঘটনাগুলো ঘটে। জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় বাসার সামনে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন শরীফা বেগম (৩০) নামে এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফা ওই এলাকার কামাল হোসেনের স্ত্রী। রবিবার মধ্যরাতে নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারে ওঠার সময় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আবদুল মালেক মৃধা (৬০) নামের এক ব্যক্তি। নিহত মালেক পিরোজপুর জেলার মঠবাড়িয়া শীলারগঞ্জ এলাকার নুর হোসেন মৃধার পুত্র। ফ্লাইওভারে ওঠার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত মৃধাকে চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, কর্ণফুলী নদীতে নোঙ্গর করা একটি জাহাজের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন দুই শ্রমিক। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোঃ কামরুল (২৮) এবং আমজাদ হোসেন (৩০)। বিস্ফোরণে দগ্ধ এই দুই ব্যক্তি প্রাণ রক্ষার্থে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
×