ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ওয়েস্টার্ন মেরিনের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সংশোধনী

প্রকাশিত: ০৬:১৭, ২৪ জুলাই ২০১৮

ওয়েস্টার্ন মেরিনের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সংশোধনী

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে। এক্ষেত্রে কোম্পানি প্রিমিয়াম ও রাইট শেয়ার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, কোম্পানি ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। এক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকায় ইস্যু করবে। যা শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে। এ লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর চিটাগাংয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর আগে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১.২৫টি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দিয়েছিল। এক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ার ইস্যুর জন্য ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা নির্ধারণ করেছিল। এদিকে বিএসইসির অনুমোদনের পরে রাইট শেয়ার ইস্যুর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×