ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্ট

স্পিনারদের নৈপুণ্যে শ্রীলঙ্কার দাপট

প্রকাশিত: ০৬:৩১, ২২ জুলাই ২০১৮

স্পিনারদের নৈপুণ্যে শ্রীলঙ্কার দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টের প্রথমদিনে দাপট দেখিয়েছিলেন কেশভ মহারাজ। শনিবার দ্বিতীয়দিন প্রতিপক্ষের শেষ উইকেটটিও তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকান ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন এই স্পিনার। স্পিনাররাই হয়ে উঠেছে এই টেস্টের নিয়ামক। ৩৩৮-এর জবাবে প্রথম ইনিংসে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে গেছে সফরকারী প্রোটিয়ারা। দশ উইকেটের সবকটিই ভাগাভাগি করে নিয়েছেন তিন লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া (৫/৫২), দিলরুয়ান পেরেরা (৪/৪০) ও রঙ্গনা হেরাথ (১/৩২)। অতিথিদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫১। সবমিলিয়ে স্বাগতিকদের লিড ৩৬৫। প্রথম ম্যাচ জিতে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে লঙ্কানরা। আগেরদিন ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়া মহারাজ এদিন নিয়েছেন আরেকটি উইকেট। তবে ততক্ষণে তাদের বিরক্ত করে ছেড়েছে শ্রীলঙ্কার শেষ জুটি। ৭৪ রানের জুটি গড়েন ধনঞ্জয়া ও রঙ্গনা হেরাথ। ৩৫ রান করা হেরাথকে ফিরিয়ে শেষ পর্যন্ত জুটি ভাঙ্গেন মহারাজ। ধনঞ্জয়া তখন অপরাজিত ক্যারিয়ার সেরা ৪৩ রানে। ১২৯ রানে ৯ উইকেট নিয়ে শেষ করেছেন মহারাজ। বাঁহাতি বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সেরা বোলিং। চার বছর আগে এই মাঠেই ১২৭ রানে ৯ উইকেট নিয়েছিলেন হেরাথ। প্রোটিয়াদের দুর্দশা আরও বাড়ে ব্যাটিংয়ে নামার পর। লঙ্কান স্পিনের কোন জবাব তারা খুঁজে পায়নি এই টেস্টেও। প্রথম ৩ উইকেট পড়েছিল ১৫ রানেই। চতুর্থ উইকেটে হাশিম আমলার সঙ্গে জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। তবে খুব দীর্ঘ হয়নি সেই প্রচেষ্টা। দু’জনকেই ফেরান দিলরুয়ান পেরেরা। আমলা ফেরেন ১৯ রানে। ডুপ্লেসিস চেয়েছিলেন আগ্রাসী ব্যাটিংয়ে লঙ্কান স্পিনারদের ভড়কে দিতে। সুইপের পর সুইপ করে চেয়েছেন স্পিনারদের এলোমলো করে দিতে। ৮ চার ও ১ ছক্কায় ৫১ বলে রান করে ৪৮ আউট হয়েছেন সুইপেই। এরপর শুধু ৩১ বলে ৩২ করেছেন কুইন্টন ডি কক। সেভাবে টিকতে পারেননি আর কেউ। ৫২ রানে ৫ উইকেট নিয়েছেন আগের টেস্টে না খেলা দনঞ্জয়া। তৃতীয় টেস্টে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। আগের টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেয়া দিলরুয়ান এবার নিয়েছেন ৪টি। বিধ্বস্ত প্রোটিয়ারা এরপর সুবিধে করতে পারেনি আবার বোলিংয়ে নেমে। ওয়ানডের গতিতে খেলে ৯১ রানের উদ্বোধনী জুটি গড়েন দানুশকা গুনাথিলাকা ও দিমুথ করুনারতেœ। ৬৮ বলে ৬১ রান করা গুনাথিলাকাকে ফিরিয়েছেন মহারাজ। পরে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার উইকেটও। তবে প্রথম ইনিংসের মতো এবার আর মহারাজকে ততটা ভয়ঙ্কর হতে দেয়নি লঙ্কানরা। ১৭ ওভারে বাঁহাতি স্পিনারকে খরচ করতে হয়েছে ৯০ রান। অপরাজিত ৫৯ রানে লঙ্কানদের লিড বাড়িয়ে চলেছেন করুনারতেœ। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ৩৩৮/১০ (১০৪.১ ওভার; গুনাথিলাকা ৫৭, করুনারতেœ ৫৩, ডি সিলভা ৬০, মেন্ডিস ২১, ম্যাথুস ১০, রোশান ২২, দিকওয়েলা ৫, পেরেরা ১৭, ধনঞ্জয়া ৪৩*, হেরাথ ৩৫; স্টেইন ০/৬০, রাবাদা ১/৫৫, এনগিদি ০/৫৪, মহারাজ ৯/১২৯, মার্করাম ০/২৪, এলগার ০/১০) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৫১/৩ (৩৪ ওভার; গুনাথিলাকা ৬১, করুনারতেœ ৫৯*, ধনঞ্জয়া ০, কুশল ১৮, ম্যাথিউস ১২*; মহারাজ ২/৯০, রাবাদা ০/২২, মার্করাম ০/৯, ডি ব্রুইন ০/১৩, স্টেইন ০/১১, এনগিদি ০/৪, এলগার ০/২)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ॥ ১২৪/১০ (৩৪.৫ ওভার; মার্করাম ৭, এলগার ০, ডি ব্রুইন ৩, আমলা ১৯, ডুপ্লেসিস ৪৮, বাভুমা ১১, ডি কক ৩২, মহারাজ ২, রাবাদা ১, স্টেইন ০, এনগিদি ০*; দিলরুয়ান ৪/৪০, ধনঞ্জয়া ৫/৫০, হেরাথ ১/৩২)। ** দ্বিতীয়দিন শেষে
×