ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ২ কলেজে কেউ পাস করেনি

প্রকাশিত: ০৪:৩৪, ২০ জুলাই ২০১৮

বরিশালে ২ কলেজে কেউ পাস করেনি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে দুটি কলেজের কোন পরীক্ষার্থী পাস করতে পারেনি। জানা গেছে, জেলার উজিরপুর উপজেলার সাতলা আইডিয়াল কলেজ এবং পটুয়াখালী জেলার পশুরবুনিয়া ইসলামিয়া মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৮জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করেও কেউ পাস করতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। যশোর বোর্ডে ৪ কলেজে পাসের হার শূন্য স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে চারটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। এর মধ্যে ঝিনাইদহের একটি, খুলনার একটি, নড়াইল ও কুষ্টিয়ার একটি কলেজ রয়েছে। এরই চার কলেজ থেকে ৩৫ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ঝিনাইদহের প্রগতি মডেল কলেজ থেকে ১৯ শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়ে কেউ কৃতকার্য হতে পারেনি। পরীক্ষার্থী সবাই মানবিকের অনিয়মিত শিক্ষার্থী। তারা সবাই ইংরেজীতে ফেল করেছে। আর খুলনার হাড্ডা পাবলিক কলেজ থেকে সাত শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। একইভাবে নড়াইলের গোবরা মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল আট ছাত্রী। তারাও কেউ পাস করতে পারেনি। এছাড়া কুষ্টিয়ার পুড়াপাড়ার হাজী নুরুল ইসলাম কলেজ থেকে একজন পরীক্ষা দিলেও সে কৃতকার্য হতে পারেনি।
×