ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে পাচারের দায়ে নারীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৩১, ১৯ জুলাই ২০১৮

স্কুলছাত্রীকে পাচারের দায়ে নারীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ এক স্কুলছাত্রীকে পাচারের দায়ে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদ-, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন আফরোজা ও ওরফে তাছলিমা খাতুন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রাম বর্তমানে কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের নুর ইসলামের মেয়ে। জানা যায়, পরানপুর গ্রামের এক দিনমজুরের পাঁচ বছরের মেয়ে পরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত। ২০০৩ সালের ৬ মার্চ সকাল ৮টার দিকে বাড়ি থেকে স্কুলে গেলে সে আর বাড়ি ফেরেনি। সহপাঠী ময়না ও টুম্পার মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারে যে স্কুল শেষে তাকে খালা পরিচয়ে এক নারী মাঠ থেকে ডেকে নিয়ে যায় । রাত ১০টার দিকে বৈশখালি গ্রামের লোকজন আফরোজাকে আটক করলেও কয়েকজন পালিয়ে যায়।
×