ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভোটের হাওয়া ॥ ধারাবাহিক প্রতিবেদন কাল থেকে

প্রকাশিত: ০৫:৫২, ১৯ জুলাই ২০১৮

ভোটের হাওয়া ॥ ধারাবাহিক প্রতিবেদন কাল থেকে

নির্বাচনী হাওয়া বইছে দেশজুড়ে। আগামী ডিসেম্বরেই একাদশ জাতীয় নির্বাচন। প্রার্থীদের দম ফেলার ফুরসত নেই। বিএনপি কেন্দ্রীয়ভাবে আগামী নির্বাচনে অংশ নেবে, কি নেবে না- তা নিয়ে দোটানায় থাকলেও বসে নেই দলটির তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা। বসে নেই ক্ষমতাসীনরাও। আসনভিত্তিক হিসাব-নিকাশ, সম্ভাব্য প্রার্থী, কার সমর্থন কোন্দিকে-এ নিয়ে ঘরে-বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। চলছে দফায় দফায় সর্বশেষ জরিপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বড় এই তিনটি দলের সম্ভাব্য প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রায় প্রতিটি আসনেই বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থিতার ছড়াছড়ি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে যেন পাল্লা দিয়ে বাড়ছে দলাদলি, কোন্দল, গ্রুপিং। মন্ত্রী-এমপিরা এলাকায় কেমন উন্নয়ন করেছেন, তাদের কর্মকা-েরও চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। জনকণ্ঠ তার পাঠকদের কাছে সর্বশেষ নির্বাচনী প্রস্তুতির মাঠের প্রকৃত চিত্র তুলে ধরার উদ্যোগ নিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক প্রস্তুতি, দলের অভ্যন্তরীণ সমস্যা, সর্বশেষ অবস্থান এবং ভবিষ্যত সম্ভাবনা নিয়ে জনকণ্ঠের বিশ্লেষণধর্মী রিপোর্ট ‘জেলার নির্বাচনী চালচিত্র’ কাল থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। প্রথম কিস্তি বগুড়া জেলা।
×