ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজ বিসিক জিএম বিষণ্ণতা রোগে ভুগছেন

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ জুলাই ২০১৮

নিখোঁজ বিসিক জিএম বিষণ্ণতা রোগে ভুগছেন

স্টাফ রিপোর্টার ॥ এক সপ্তাহ পেরিয়ে গেলেও হদিস মেলেনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম ভূঁইঞার। তাকে উদ্ধার করতে পুলিশ চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যেই তার ছবিসহ যাবতীয় তথ্য দেশের প্রতিটি থানায়, সীমান্তে ও বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। ইতোপূর্বেও তিনি একবার নিরুদ্দেশ হয়েছিলেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, নিখোঁজ শরীফুল ইসলাম বিষণœতা রোগে ভুগছেন। এ বিষয়ে পল্টন থানায় একটি জিডি করেছে পরিবার। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান জনকণ্ঠকে জানান, মাস দেড়েক আগেও একবার এই কর্মকর্তা নিখোঁজ হয়েছিলেন। পরে তাকে বরিশালে পাওয়া যায়। নিখোঁজ শরীফুল ইসলামের (৫৮) স্ত্রী লায়লা জেসমিনও বিসিকের কর্মকর্তা। একই জায়গায় তাদের অফিস। এজন্য তারা একত্রে বের হতেন। ভাই আলী আহমেদসহ পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলছেন, গত ৯ জুলাই সকালে স্বামী-স্ত্রী একত্রে শান্তিনগরের বাসা থেকে বের হন। এরপর শরীফুল ইসলাম তার স্ত্রীকে জানান, তার পেটে সমস্যা হচ্ছে। তিনি ডাক্তার দেখিয়ে অফিসে যাবেন। স্ত্রী অফিসে যান। ডাক্তার দেখানোর কথা বলে সকাল সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তার আর কোন হদিস নেই। বারবার মোবাইল ফোনে চেষ্টার পর জানা যায়, মোবাইল ফোন ও মানিব্যাগ তার স্বামী বাসায়ই রেখে গেছেন। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে পরীক্ষা করে দেখা যায়, সেদিন সকাল সাড়ে ১০টার দিকে শরীফুল ইসলাম সাধারণ পোশাকে বাসা থেকে বেরিয়ে যান। প্রায় একবছর আগে শরীফুল ইসলামের পিতার মৃত্যু হয়েছে। একমাত্র মেয়ে ও তার স্বামী বুয়েট (বাংলাদেশ প্রকেশৗল বিশ্ববিদ্যালয়) থেকে পাশ করে বর্তমানে আমেরিকায় পড়াশুনা করছেন। এরপর থেকেই শরীফুল ইসলাম প্রায় সময়ই মনমরা থাকতেন। গত রোজার সময়ও একবার বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছিলেন। পুলিশ কর্মকর্তা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার ছবি ও তথ্য সরবরাহ করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ শরিফুল ইসলামের উচ্চতা পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি। গায়ের রঙ শ্যামলা। দেহের গঠন হালকা-পাতলা। বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি লুঙ্গি, খয়েরি হাফশার্ট ও স্যান্ডেল পরা ছিলেন। তার সঙ্গে টাকা-পয়সা ও ফোন কিছুই নেই।
×