ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক বছরেও শুরু হয়নি ধর্ষক তুফানের বিচার

প্রকাশিত: ০৫:০৪, ১৭ জুলাই ২০১৮

 এক বছরেও শুরু  হয়নি ধর্ষক তুফানের  বিচার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ তরুণী ধর্ষণ ও তার মাকে নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল গত বছর আজকের দিনে। সেদিনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষক তুফান সরকার, তার লালিত ক্যাডার, পৌর নারী কাউন্সিলর ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ঘৃনা, নিন্দা ও ধিক্কার অব্যাহত ছিল। আজও তুফানের কথা শুনলেই লোকজন ধিক্কার দেয়। অপরাধী তুফান গং এই ঘটনা ঘটিয়ে বগুড়াকে কলঙ্কিত করেছে। আজ ঘটনার এক বছর পূর্ণ হলো। এই মামলার বিচার কাজ শুরু হয়নি। সূত্রে জানা যায় সেদিনের ঘটনায় পুলিশ গত বছর ১০ অক্টোবর চার্জশীট দাখিল করে। মামলা হয় দুটি। ১. ধর্ষণ মামলা ২. অপহরণের পর নারী নির্যাতন, মা-মেয়ের চুল কেটে ন্যাড়া করে দেয়া। দুই মামলায় ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়া হয়। (একটি মামলায় ১০ জন, আরেকটি মামলায় ওই দশজনের সঙ্গে আরও তিনজন)। বর্তমানে মামলা শিশু আদালতে রয়েছে। মামলাগুলোর চার্জ গঠন হয়নি। আর চার্জ গঠন না হওয়ায় বিচার প্রক্রিয়াও শুরু হচ্ছে না। সূত্র জানায়, মামলায় অভিযুক্ত ১৩ ব্যক্তির মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়। ধর্ষণ মামলায় অভিযুক্ত এক ব্যক্তি এখনও পলাতক থাকায় চার্জ গঠন করা যাচ্ছে না। নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পলাতক অভিয্ক্তুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হবে। তারপরও অভিযুক্তকে আটক করা না গেলে তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে ৯ জন জামিনে মুক্ত আছে। কারাগারে আটক আছে ৩ জন। তারা হলো তুফান সরকার ও তার দুই সহযোগী আতিক ও মুন্না। উল্লেখ্য, তুফান সরকার (৩১) এক তরুণীকে কলেজে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে গেল বছর ১৭ জুলাই ধর্ষণ করে। পরে তরুণী ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তুফান সরকারের পরিবারের লোকজন অমানববিক নির্যাতন করার পর চুল কেটে দেয়। পরে ক্ষৌরকার ডেকে নিয়ে মেয়ে ও মায়ের মাথা মুন্ডন (ন্যাড়া) করে দেয়।
×