ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পেটে করে ইয়াবা পাচার, ধৃত ৩

প্রকাশিত: ০৫:০৮, ১৬ জুলাই ২০১৮

 পেটে করে ইয়াবা  পাচার,  ধৃত ৩

স্টাফ রিপোর্টার ॥ গুহ্যদ্বার দিয়ে পেটের ভেতর ইয়াবার প্যাকেট ঢোকানোটা চরম ঝুঁকি জেনেও বারবার তারা তিনজন এই কান্ড ঘটিয়েছে। শুধু টাকার লোভেই এ পন্থায় চট্টগ্রাম থেকে ইয়াবার চালান এনে ঢাকায় পৌঁছে দিত। গত তিন মাস ধরে এ কৌশলে লক্ষাধিক ইয়াবার হাতবদল করে বেশ কামিয়েছে তারা। কিন্তু গোয়েন্দারা পিছু লাগায় বারবার ধরা পড়তে হয় তিনজনকেই। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে তারা নামার সঙ্গে সঙ্গে হাতেনাতে ধরে ফেলে র‌্যাবের টিম। র‌্যাব জানিয়েছে, আটককৃতরা হচ্ছে আসাদ, শুক্কুর আলী ও শফিকুল। চট্টগ্রাম থেকে চালান নিয়ে ঢাকায় আসার পরপরই তাদের হাতেনাতে আটক করা হয়। তাৎক্ষণিক তাদের নিয়ে যাওয়া হয় র‌্যাব-১ অফিসে। সেখানে লেসিক্স ট্যাবলেট খাওয়ানোর পর গদগদ করে বেরিয়ে আসে ইয়াবার পোটলা। ৫০টি ইয়াবা দিয়ে একটি পোটলা বানিয়ে তা পলিথিন ও স্কচ টেপ দিয়ে মোড়ানো হয়। এরপর তাতে পিচ্ছিল জেল লাগিয়ে পায়ুপথে পেটে ঢোকানো হয়। এভাবে একজন এক হাজার, অপর দুজন তিনশ’ করে মোট ১৬শ’ ইয়াবার চালান নিয়ে ঢাকায় আসে।
×