ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বেনাপোল কাস্টমসে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ৫৪৮৩ কোটি টাকা

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জুলাই ২০১৮

বেনাপোল কাস্টমসে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ৫৪৮৩ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ২০১৮-১৯ অর্থবছরে বেনাপোল বন্দরে আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস হাউসকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৫ হাজার ৪৮৩ কোটি টাকা । যা গত অর্থবছরের চেয়ে প্রায় ১২ শ’ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার সকালে লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি জানান বেনাপোল কাস্টমস হাউসের পরিসংখ্যান শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মাহাবুব হোসেন। এর আগে গত ২০১৭-১৮ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ১৯৫ কোটি ৮৮ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৬ কোটি ২৪ লাখ টাকা। এতে ঘাটতি ছিল ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা। এ সময় ভারত থেকে আমদানি হয়েছে ১৮ লাখ ২ হাজার ২৮৪ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য। এদিকে বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্যেরে ক্ষেত্রে বৈধ সুবিধা নিশ্চিত করতে না পারলে এবারও লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বেনাপোল সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বলেন, বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরের গুরুত্ব সবচেয়ে বেশি হলেও এখানকার অবকাঠামো উন্নয়ন ও অনিয়ম নিয়ে সংশিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতায় চরম হতাশার মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা।
×