ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসকে ট্রিমের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: ০৬:২৩, ১৩ জুলাই ২০১৮

এসকে ট্রিমের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০১৭-২০১৮ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) কোম্পানিটির আইপিওর আগে ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ১১ পয়সা। একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা। এদিকে ৯ মাসে (জুলাই ১৭-মাচ ১৮) কোম্পানিটির আইপিওর আগে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৮ পয়সা। আইপিওর পরে ইপিএস হয়েছে ৬২ পয়সা। এই সময় কোম্পানিটির মুনাফা হয়েছে ৪ কোটি ৩১ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার বিওতে জমা শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ঘোষিত বোনাস শেয়ার বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৭.৫০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×