ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৩৬, ৯ জুলাই ২০১৮

লক্ষ্মীপুরে যুবককে  কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৮ জুলাই ॥ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে হাফিজ উল্লাহ নামের এক যুবককে তার ভাই, ভাতিজা ও স্বজনরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মাসহ আরও দু’জন। রবিবার দুপুরে পৌর শহরের বাঞ্ছানগর গ্রামে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত যুবক স্থানীয় মৃত আলী আহমদের ছোট ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, বাঞ্ছানগর গ্রামের বাসিন্দা আলী আহমদের মৃত্যুর পর তার সম্পত্তি চার ছেলেসন্তানের মাঝে ভাগ বা বণ্টন করা হয়নি। এতে করে যার যার মতো করে জমি ভোগ করছে তারা। এদিন দুপুরে আলী আহমদের স্ত্রী বিলকিছ ও হাফিজ উল্লা তার ভাতিজা সুমনকে বাড়ির নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে বলেন। এ সময় গাছে উঠতে গেলে আব্দুল মালেক ও তার ছেলে হানিফ তাদের বাধা দেয়। কিছুক্ষণ পর হানিফ ওই গাছে উঠলে তার চাচা হাফিজ উল্লাহ তাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ গাছ থেকে নেমে এসে দা (বডি) দিয়ে তার চাচা হাফিজ উল্লাকে মাথায় ও পেটে কুপিয়ে আহত করে। এ সময় নিজেদের মধ্যে সংঘর্ষে পরিবারের আরও দু’জন আহত হন। আহতরা হচ্ছেন, নিহতের বৃদ্ধ মা মৃত আলী আহম্মদের স্ত্রী বিলকিছ নেছা ও আব্দুল মতলব। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হলে হাফিজ উল্লাহকে মৃত ঘোষণা করেন সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শী নিহতের ভাবি খাদিজা বেগম জানান, বড় ভাইয়ের সামনে ভাতিজা হানিফ, মোস্তফা ও সহিদসহ হাফিজ উল্লাকে কুপিয়ে রক্তাক্ত করে। পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। . চুয়াডাঙ্গায় ভাই নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, জীবননগর উপজেলার কন্দর্পপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে চাচাতো বড় ভাইয়ের রডের আঘাতে আহত ছোট ভাই গিয়াস উদ্দিন (৪২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার দিনগত রাতে মারা গেছে। নিহত গিয়াস উদ্দিন জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কন্দর্পপুর গ্রাম থেকে ৪ জনকে আটক করেছে। এরা হলো ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও জিহাদ, একই গ্রামের আবজেল হোসেনের ছেলে আমিনুর রহমান ও দুলাল ইসলাম। জীবননগর থানা পুলিশ জানান, নিহত গিয়াস উদ্দিনের সঙ্গে কন্দর্পপুর গ্রামে বাড়ির পাশে রাস্তার জমি নিয়ে তার চাচাতো ভাই আনোয়ার হোসেনের মতদ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই জমি নিয়ে এক পর্যায় উভয়পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়। ৪ জুলাই সকালে রাস্তার জমি নিয়ে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আনোয়ার ও তার ছেলেরা একত্রিত হয়ে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী এবং ভাইদের মারধর করে। আনোয়ার হোসেন রড দিয়ে তার চাচাতো ভাই গিয়াস উদ্দিনের মাথায় আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়। জখম অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় ওই দিন বিকেল ৪টার দিকে তাকে যশোর আড়াই শ’ শয্যার হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক, সেখানেও তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসাপাতলে পাঠায়। সেখানেই গিয়াস উদ্দিন শনিবার দিনহত রাতে মারা যান। . বুড়িগঙ্গায় কিশোরের লাশ নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আক্কেল আলী জানান, পোস্তগোলা এলাকায় নদীর মাঝ বরবার থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ১৬ বছর। . গজারিয়ায় স্কুলছাত্র স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, গজারিয়া উপজেলার ভবেরচরের পুকুর থেকে নিখোঁজ স্কুলছাত্র শহিদুল ইসলাম শান্তের (১৬) লাশ উদ্ধার হয়েছে। সে ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। শনিবার প্রথম সাময়িকীর অংক পরীক্ষা শেষে দুপুরে ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনায় সে নিখোঁজ হয়। এই নিখোঁজের ঘটনায় কোথাও খুঁজে না পেয়ে তার মা সাফিয়া ইসলাম রবিবার গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করে। এদিকে বিকেলে তার লাশ স্কুলের রাস্তার পাশের পুকুরে ভেসে ওঠে। তার ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শান্তর পরনে স্কুল ড্রেশ। পকেটে ছিল অংক পরীক্ষার প্রশ্ন, কলম এবং স্কেল। লাশ দেখে তার স্বজন এবং সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গজারিয়া থানার ওসি (অপরাশেন) মোঃ মামুন আল রশীদ জানান, পরীক্ষার শেষে স্কুলের পাশে দু’গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। এই সময় হয়ত আঘাতপ্রাপ্ত হয়ে শান্ত পানিতে পরে যায় বা তাকে আঘাত করে ফেলে দেয়া হয়। তবে তদন্তে সব বেরিয়ে আসবে। . নাটোরে যুবক নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, গুরুদাসপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা করা হয়। . কালকিনিতে নারী নিজস্ব সংবাদদাতা কালকিনি মাদারীপুর থেকে জানান, কালকিনিতে আয়শা বেগম (২৬) নামের এক স্বামী পরিত্যক্ত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ।
×