ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রেমের ফাঁদে ছাত্রীকে তুলে নিয়ে গেছে শিবির নেতা

প্রকাশিত: ০৪:৩১, ৯ জুলাই ২০১৮

  প্রেমের ফাঁদে ছাত্রীকে  তুলে নিয়ে গেছে  শিবির নেতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রেমের ফাঁদে ফেলে রাজশাহীর বাঘা থেকে স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে স্থানীয় শিবির নেতা। এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও পুলিশ ওই শিবির নেতাকে ধরতে পারেনি। উদ্ধার করা যায়নি স্কুলছাত্রীকেও। অভিযুক্ত ওই শিবির নেতার নাম মাত্তুম হাসান। সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ও শিবিরের সঙ্গে জড়িত। জানা যায়, উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে ছাত্রশিবির নেতা মাত্তুম হাসান। গত ১ জুলাই একই এলাকার দশম শ্রেণীর এক ছাত্রীকে পরীক্ষা দিতে যাওয়ার সময় ফাঁকা রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন বিকেলে মেয়ের মা বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়ের করার এক সপ্তাহ পেরিয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি বাঘা থানা পুলিশ। স্থানীয় বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক বলেন, পুলিশ আন্তরিক হলেই মেয়েটিকে উদ্ধার করা সম্ভব। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান বলেন, এ ঘটনার পর রাজশাহী র‌্যাব মাত্তুমের বাবা-মার সঙ্গে কথা বলেছে। তিনি নিজেও উপজেলা জামাতের আমির মওলানা জিন্নাত আলীর সঙ্গে কথা বলেছেন। পরিবারের পক্ষ থেকে দু’দিন সময় নিয়েছে।
×