ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকারের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক

প্রকাশিত: ০৭:৪১, ৮ জুলাই ২০১৮

চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকারের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ দিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার। অবশেষে শনিবার না ফেরার দেশে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনসহ দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্র পরিবারের বিভিন্ন সংগঠনসহ দেশের সংস্কৃতিকর্মীরা প্রবীণ এই অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের পাশাপাশি শোক প্রকাশ করেছেন শিল্পী ঐক্যজোটের নেতারা। এ প্রসঙ্গে শিল্পী ঐক্যজোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব বলেন, রানী সরকার আমাদের দেশের বরেণ্য এবং গুণি একজন অভিনয় শিল্পী। এক সময় তিনি আমাদের চলচ্চিত্রের অন্যতম পুরাধা অভিনেত্রী ছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক। বিশেষ করে নেতিবাচক চরিত্রে তিনি নিজেকে অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন। তার মতো শক্তিশালী অভিনয়শিল্পী আমাদের দেশে খুব কমই আছে। তার মৃত্যুতে আমরা শিল্পী ঐক্যজোট পরিবার গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তাকে যেখানেই রাখুন ভাল রাখুন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমরা অচিরেই এই শিল্পীর স্মরণে একটি শোকসভার আয়োজন করব। আশাকরি সভায় চলচ্চিত্রসহ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের মানুষ উপস্থিত থাকবেন। শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্য নির্মাতা জিএম সৈকত বলেন, শিল্পী রানী সরকারের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন তথা সংস্কৃতি অঙ্গনের মানুষ একজন কৃতী অভিনয়শিল্পীকে হারাল। অভিনেত্রী রানী সরকার শেষের দিকে অনেক অসুস্থ ছিলেন। আমরা সব সময় তার পাশে থাকার চেষ্টা করেছি। তিনিও আমাদের শিল্পী ঐক্যজোটের বিভিন্ন কর্মসূচীর সঙ্গে একাত্ম ছিলেন। সব সময় সংহতি প্রকাশ করেছেন। তার চিকিৎসায় মাননীয় প্রধানমন্ত্রী দুই দফায় আর্থিক সাহায্য করেছিলেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা শিল্পী ঐক্যজোটের পরিবারের পক্ষ থেকে শিল্পী রানী সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমরা অচিরেই রানী সরকার স্মরণে একটি আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করব। এদিকে বরেণ্য অভিনয়শিল্পী রানী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ’। সংগঠনের সভাপতি চয়ন ইসলাম এবং সাধারণ সম্পাদক আসলাম শিহির প্রথিতযশা এবং জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ রকম আরও অনেক সংগঠন এবং শিল্পী ও সংস্কৃতি কর্মীরা রানী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
×