ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি

কাতারে গেল জাতীয় ফুটবল দল

প্রকাশিত: ০৭:০৭, ৮ জুলাই ২০১৮

কাতারে গেল জাতীয় ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সাফের বিশ্বকাপ’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল আসরে বাংলাদেশ সর্বশেষ শিরোপা জিতেছিল সেই ১৫ বছর আগে, ২০০৩ সালে। আর সর্বশেষ ফাইনাল খেলেছিল ১৩ বছর আগে, ২০০৫ সালে। আর সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল ৯ বছর আগে, ২০০৯ সালে। এরপর থেকে টানা তিন আসরে (২০১১, ১৩, ১৫) সেমিফাইনাল খেলা দূরে থাক, গ্রুপ পর্বের গ-িই পেরুতে পারেনি লাল-সবুজের দেশ। সেই লজ্জা-ব্যর্থতা ঘোচাতে এবার মরিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য কিছু পদক্ষেপ নিয়েছে তারা। তারই প্রস্তুতি নিতে দলকে শনিবার রাতে কাতারে পাঠিয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে কাতারে এই কন্ডিশনিং ক্যাম্প সম্পর্কে জানান। সেই সঙ্গে ২৮ জনের দল ঘোষণা করেন। এই দলটিকে নিয়েই সাফ পর্যন্ত ক্যাম্প করার উদ্দেশ্য বাফুফের। দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে শনিবার রাতে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে তারা কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি কাতারের ক্লাব দলের সঙ্গে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে। এরপর ২০ জুলাই ঢাকায় ফিরে ৩০ জুলাই যাবে দক্ষিণ কোরিয়া। সেখানে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প এবং দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সরাসরি ইন্দোনেশিয়ায় চলে যাবে এশিয়ান গেমস খেলার জন্য। প্রাথমিক স্কোয়াডে ছিল ৪৪ জন। সেখান থেকে দল ছোট করে ২৮ জনে নামিয়ে আনা হয়েছে। এই ২৮ জনকে নিয়েই সাফ পর্যন্ত ক্যাম্প করার উদ্দেশ্য জেমি ডের। আর সে কারনেই এশিয়ান গেমসের দলেও সিনিয়র ফুটবলারদের তালিকায় এই দল থেকেই ফুটবলার রাখা হয়েছে। কাতারে দলের সঙ্গে যোগ দেবেন জেমির স্বদেশী ফিটনেস কোচ পল ডেভিস। জেমি ডে বলেন, ‘ছেলেরা এ ক’দিন কঠোর পরিশ্রম করেছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে ভাল ফল করাই হচ্ছে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প করার মূল লক্ষ্য। দলের তরুণ ফুটবলারদের জন্য এটা একটা ভাল সুযোগ। এশিয়ান গেমস একটা ভাল অভিজ্ঞতা হবে সাফের আগে।’ দলের অধিনায়ক-মিডফিল্ডার জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই সাফ। জেমি তো বলেছেনই, আমরা এ কদিন কতটা পরিশ্রম করেছি। ক্যাম্পে আমরা সবাই একসঙ্গে খেয়েছি, থেকেছি, ঘুমিয়েছি। তাতে করে আমাদের মধ্যে একটা ভাল বোঝাপড়া হয়েছে। আশা করছি কাতারের ক্যাম্প ও ম্যাচগুলো সাফে ভাল কাজে আসবে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু, সহকারী কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিন্স, বাফুফে টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি, সহকারী স্থানীয় কোচ মাহবুব হোসেন রক্সি এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
×