ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুখ থুবড়ে পড়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগার

প্রকাশিত: ০৫:১২, ৭ জুলাই ২০১৮

  মুখ থুবড়ে পড়েছে  যশোর জেলা ক্রীড়া  সংস্থার ব্যায়ামাগার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মুখ থুবড়ে পড়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থার অর্ধশত বছরের ব্যায়ামাগার। এ নিয়ে মাথাব্যথা নেই কারও। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের সব জায়গায় পরিবর্তন আসলেও পরিবর্তনের ছোঁয়া লাগেনি সেখানে। মান্ধাতার আমলের ব্যায়াম পদ্ধতি আর সরঞ্জামে কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এটি। ফলে যশোরের স্বাস্থ্য সচেতন মানুষেরা ঝুঁকে পড়ছেন ব্যক্তি মালিকানায় পরিচালিত আধুনিক ব্যায়ামাগারগুলোতে। সরেজমিনে দেখা গেছে, ক্রীড়া সংস্থার এই ব্যায়ামাগারের সরঞ্জাম হিসাবে ডাম্বেল, রেম্বেল, বেঞ্চব্রেস, লেট মেশিন, থাইমেশিনের মতো কয়েকটি যন্ত্রপাতি মরিচা ধরে করুণ অবস্থায় পড়ে রয়েছে। এ সবের পাশে পড়ে থাকা আর দুই তিন রকমের সরঞ্জামের অবস্থা বেহাল। আধুনিক কোন ব্যায়াম যন্ত্রপাতিই নেই। তারপরও ১২ জন শরীর চর্চা করেন সেখানে। ব্যায়াম প্রশিক্ষক বিল্লাল হোসেন সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন বাদে প্রতিদিনই সকাল সাড়ে ৬টা থেকে ১০টা এবং বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দু শিফটে প্রশিক্ষণ দিয়ে থাকেন। ১শ’ টাকার বিনিময়ে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ পান সেখানে। বিল্লাল হোসেনের কাছ থেকে জানা যায় ‘প্রায় প্রতিদিনই এই ব্যায়ামাগারে প্রশিক্ষণ নেয়ার জন্য খোঁজখবর নিতে আসেন।
×