ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

প্রকাশিত: ০৬:০২, ৬ জুলাই ২০১৮

বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি

মোরসালিন মিজান ॥ একটা বিচ্ছিরি আলোচনার নাম যানজট। এ আলোচনার যেন শেষ নেই। শহর ঢাকার প্রতিদিনের জীবন যানজটে তছনছ হয়ে গেছে। বহুবিধ ব্যস্ততার মধ্য দিয়ে রাজধানীবাসীকে যেতে হয়। পরিবার পরিজনকে দেয়ার মতো সময় থাকে না। অথচ শম্ভুক গতির যানবাহনে অনিচ্ছায় বসে থাকতে হচ্ছে। ঈদের ছুটির পর আবারও বেড়েছে যানজট। বৃষ্টি ভ্যাপসা গরম। তার সঙ্গে যানজট। দুর্ভোগ যখন চরমে তখন পাওয়া গেল পিলে চমকে যাওয়ার মতো তথ্য। নিজেদের গবেষণা শেষে বিশ্বব্যাংক জানালো, ঢাকায় যানজটে দৈনিক ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে! বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই গবেষণা তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, বিগত ১০ বছরে যান চলাচলের গড় গতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটারে নেমে এসেছে। অথচ পায়ে হেঁটে চলার গড় গতি ঘণ্টায় ৫ কিলোমিটার। যখন সারা বিশ্ব হাতের মুঠোয় তখন এমন পেছনে পড়ে থাকার পরিসংখ্যান হতাশ করে বৈকি। অবশ্য সমস্যার আদ্যোপান্ত জানানোর পাশাপাশি সমাধানে কিছু প্রস্তাব পেশ করেছে বিশ্ব ব্যাংক। প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করারও কথা রয়েছে। বাস্তব অবস্থার প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় কিছু কাজ সত্যি যদি হয়, যানজট কমবে। কমতে পারে আরও কিছু দুর্ভোগ। তার আগে ঠিক করতে হবে চাওয়াটা। আমরা চাই তো যানজট কমাতে? আন্তরিক চাওয়া ও সে লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণের কোন বিকল্প নেই। শহর ঢাকায় শিখ-িদের উৎপাত দিন দিন বাড়ছে। বেড়েই চলেছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী রোজী রাজধানীর রাস্তাঘাট ও বাসাবাড়িতে হিজড়াদের উৎপাতের কথা উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান। সংসদ সদস্যের প্রশ্নের জবাবে রাস্তাঘাটে শিখ-িদের উৎপাত বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি বলেন, হিজড়ারা যাতে রাস্তাঘাটে জোর করে অর্থ আদায় বা কারও বাসাবাড়িতে গিয়ে উৎপাত করতে না পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হবে। তিনি বলেন, হিজড়াদের পুনর্বাসনের জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। তবে, অনেকে পুনর্বাসন সেন্টারে এসে কিছুদিন পর আবার চলে যায়। এ জন্য কাউন্সিলিং করা দরকার বলে জানান মন্ত্রী। নতুন মডেলের বিলাসবহুল গাড়ি। সব মিলিয়ে দাম প্রায় ৫ কোটি টাকা এবং সে গাড়ি রাস্তায় পড়ে আছে। মালিকানাহীন। ভাবা যায়? না ভাবতে পারলেও, ঘটনা সত্য। বৃহস্পতিবার দুপুরে গুলশান ১ নম্বর সেকশনের ১১২ নম্বর সড়কে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। টয়োটা ল্যান্ড ক্রুজার ভি-৮। নম্বর প্লেটবিহীন গাড়ির ভেতরে ছিল একটি চিরকুট। তাতে লেখা ছিল, ‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নিকট বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’ হ্যাঁ, চিরকুটটি পড়েই দামী গাড়ি রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ার কারণটি জানা যায়। অবৈধভাবে আমদানি করা গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ধরা পড়লে আইনী ব্যবস্থার মুখোমুখি হতে হবে। লজ্জারও শেষ থাকবে না। এ অবস্থায় গাড়ির মায়া ত্যাগ করে পলায়নের ঘটনা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মোঃ শহিদুল ইসলামও জানিয়েছেন, তাদের একটি টিম অভিযান পরিচালনা করার এক পর্যায়ে মালিক বা চালক গাড়িটি রেখে পালিয়ে যান। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। প্রতিভাবান অভিনয়শিল্পী ডলি আনোয়ারের ৭০তম জন্মদিন ছিল গত ১ জুলাই রবিবার। এ উপলক্ষে তার অভিনীত চলচ্চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সম্মেলন কক্ষে চলে চলচিত্র প্রদর্শনী। এর আগে ডলি আনোয়ারের স্মৃতিচারণ করেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, প্রয়াত চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলীর সহধর্মিণী রাশিদা নিয়ামত, হাশেম সূফী, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ প্রমুখ। স্মৃতিতর্পণের পর ডলি আনোয়ার অভিনীত চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলী নির্মিত চলচ্চিত্র ‘দহন’ প্রদর্শিত হয়।
×