ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্ধ হয়ে যাওয়া সব শিল্প কারখানা চালু করা হবে ॥ আমু

প্রকাশিত: ০৫:৫৯, ৬ জুলাই ২০১৮

বন্ধ হয়ে যাওয়া সব শিল্প কারখানা চালু করা হবে ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৫ জুলাই ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩২ তম বৃহৎ অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ১৭৫২ মার্কিন ডলার এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের অগ্রগতির চলমান ধারা অব্যাহত রেখে বাংলাদেশ অতি দ্রুত উন্নত দেশের সারিতে পৌঁছে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ১৯৯৪ সালে বন্ধ হয়ে যাওয়া রিরোলিং মিল ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড কারখানা পুনরায় চালুকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, খুনীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার চেতনা ও আদর্শকে হত্যা করতে পারেনি। অপশক্তির সমস্ত চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবেলা করে বাঙালী জাতি পুনরায় গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু হত্যাকা-ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়ন কার্যক্রম গতিশীল করেছেন। তিনি বলেন, আমাদের সরকার শিল্পবান্ধব সরকার। দেশে পরিকল্পিত শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য জোরদার ও বিনিয়োগ বৃদ্ধির ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি। রাষ্ট্রপতির ১৯৭২ সালের ২৭ নম্বর আদেশে ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেডকে জাতীয়করণ করা হয়। ওই সময় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওপর এটি পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। ১৯৯৪ সালে বিএনপি সরকার প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। জনবল নিয়োগের ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বিষয়টি অগ্রাধিকার দিয়ে এ প্রতিষ্ঠানে নারী শ্রমিক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
×