ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে এবার ৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৭:০১, ৫ জুলাই ২০১৮

  জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে এবার ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ আবারও বিভিন্ন অনিয়মের কারণে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে আট লাখ জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে গত দুই বছরে তিন বার হাসপাতালটিকে জরিমানা গুণতে হলো। ইতোপূর্বে হাসপাতালটি মৃত্যু শিশুকে জীবিত দেখিয়ে আইসিইউতে রেখে শিশুর পরিবারের কাছ থেকে চিকিৎসা বাবদ অতিরিক্ত অর্থ আদায় করে। ওই ঘটনায় উচ্চ আদালত হাসপাতালটিকে ডেকে তার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি সতর্ক করে। তারপরেও হাসপাতালটি তাদের অনিয়ম থেকে সরে আসেনি। বুধবার দুপুরে ধানমন্ডিতে অবস্থিত জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জনকণ্ঠকে জানান, হাসপাতালের কয়েকটি বিভাগে অভিযান চালানো হয়। তাদের অপারেশন থিয়েটারে গিয়ে মেয়াদোত্তীর্ণ কয়েকটি সংবেদনশীল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে। এছাড়া নোংরা অপারেশন থিয়েটার থাকার বিষয়টি সচক্ষেই দেখা গেছে। এ কারণে সেবাদানকারী প্রতিষ্ঠানটিকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে এক মৃত শিশুকে আইসিইউতে চিকিৎসাধীন দেখায় হাসপাতালটি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ওই শিশুর পরিবারের কাছ থেকে চিকিৎসার জন্য বাড়তি টাকায় আদায় করে। এমন ঘটনার পর র‌্যাব, স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতর সম্মিলিতভাবে হাসপাতালটিতে অভিযান চালায়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিকে ১১ লাখ টাকা জরিমানা করে।
×