ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মিরপুরে বাসচাপায় ভার্সিটি ছাত্র নিহত বিক্ষোভ, অবরোধ

প্রকাশিত: ০৬:১৬, ৩ জুলাই ২০১৮

মিরপুরে বাসচাপায় ভার্সিটি ছাত্র নিহত বিক্ষোভ, অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা সড়কে বাস চাপায় সৈয়দ মাসুদ রানা (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ ডিপার্টমেন্টের ৩০তম ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনার পর মিরপুর সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হাসান মনজিল মোরশেদ জানান, মাসুদ রানা বিবিএ ডিপার্টমেন্টের ৩০তম ব্যাচের শিক্ষার্থী। সে রাজধানীর দক্ষিণ বিসিল এলাকায় সপরিবারে থাকত। তিনি জানান, সোমবার সকাল ৯টার দিকে মাসুদ দক্ষিণ বিসিলের বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে আসার সময় চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠ মোড়ে আসার মুহূর্তে দিশারী পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এ সময় মাসুদ গুরুতর আহত হন। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×