ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ছাত্র হত্যাকারী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৮, ১ জুলাই ২০১৮

কক্সবাজারে ছাত্র হত্যাকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে মেধাবী তরুণ এএইচএম তানভীরকে হত্যাকারী বাঁচামিয়ার ঘোনার কুখ্যাত বশর বাহিনীর প্রধান নুরুল বশরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বশর, তার ৩ সন্তানসহ ১২-১৩ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে নিহত তানভীরকে হামলা করেছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ধৃত বশরের ছেলে নেজামের উপর্যুপরি নির্মম ছুরিকাঘাতে তানভীর নিহত হয়। কক্সবাজার পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে শুক্রবার বিকেলে খুন হয়েছে তানভীর সিদ্দিকী। শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ দক্ষিণ রুমালিয়াছড়া এলাকায় কুশল বিনিময়ে গেলে কিছু সন্ত্রাসী যুবক তাদের বাধা প্রদান করে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এএইচএম তানভীর সিদ্দিকী ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়। তানভীরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মোরেলগঞ্জ বখাটের হামলায় স্কুলছাত্রী আহত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ উপজেলার বিপিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী আঁখি আকতার (১৫) শনিবার বখাটের হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন উত্ত্যক্ত করার পরেও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সবুজ এ হামলা চালিয়েছে। জানা গেছে, পুটিখালী গ্রামের আলী মল্লিকের মেয়ে আঁখি সকালে বিদ্যালয়ের বিএসসি শিক্ষক এমদাদুল হকের বাড়ি থেকে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে স্কুলে ফিরছিল। পথিমধ্যে সে ভাটখালী বাজারের নিকট পৌঁছালে পুটিখালী ইউনিয়নের এবি গজালিয়া গ্রামের ইলিয়াস আলীর ছেলে সবুজ (২৫) পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং বেধড়ক মারপিট করে। আঁখি অচেতন হয়ে রাস্তায় পড়ে যায়। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন। আঁখির নানা মাস্টার আব্দুল আজিজ মল্লিক স্কুলের প্রধান শিক্ষক ও মোরেলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। বখাটে সবুজ প্রায়ই তাকে পথে উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। আর এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয় বলে আঁখি জানান।
×