ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

প্রকাশিত: ০৫:১২, ১ জুলাই ২০১৮

চট্টগ্রাম অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২ হাজার ২শ ৪০ কোটি টাকা। যার বিপরীতে ৯ হাজার ৯শ ৬৫ কোটি টাকা আদায়ের সম্ভাবনার কথা জানিয়েছে আয়কর বিভাগ। সেক্ষেত্রে ঘাটতি থাকতে পারে ২ হাজার ২শ ৭৫ কোটি টাকার মতো। তবে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা থাকলেও আগের বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে প্রায় ২০ শতাংশ। প্রতিবছর ব্যক্তিশ্রেণীর করদাতাকে ৩০ নবেম্বর আর কোম্পানি বা প্রাতিষ্ঠানিক করদাতাকে অর্থবছরের শেষের ৭ মাসের মধ্যে রিটার্ন দাখিল করতে হয়। যার স্বাভাবিক সময়সীমা ১৫ জানুয়ারি। চলতি ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২ হাজার ২শ ৪০ কোটি টাকা। বিপরীতে গত মে পর্যন্ত আদায় হয় ৮ হাজার ৪শ ৯৯ কোটি। ৩০ জুন পর্যন্ত যা ৯ হাজার ৯শ পঁয়ষট্টিতে পৌঁছার আশা সংশ্লিষ্টদের। আর এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ বলে জানিয়েছেন তারা। কর্মকর্তারা বলছেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো চট্টগ্রামেও যেহেতু উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তাই কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে নানা তৎপরতার অংশ হিসেবে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে উন্নয়ন খাতকে। আগে যে কোন অঞ্চলের করদাতার উৎসে কর কর্তন করত আলাদা একটি অঞ্চল। তবে চলতি বছর থেকে তা না থাকায় নজরদারি বৃদ্ধির মাধ্যমে কর সুরক্ষা সম্ভব হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। চট্টগ্রামে যে ৩ লাখ ৬৬ হাজার ৪শ করদাতা রয়েছে, তার মধ্যে ২ হাজার ২শ কোম্পানি করদাতা। যাদের হাত ধরে আসে প্রায় ৭০ শতাংশ কর।
×