ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্ষায় রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে যুক্তরাজ্যের আহ্বান

প্রকাশিত: ০৭:৪৭, ৩০ জুন ২০১৮

  বর্ষায় রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে যুক্তরাজ্যের আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ বর্ষায় রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপমন্ত্রী মার্ক ফিল্ড। শুক্রবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। তিনি বর্ষাকালীন দুর্যোগ থেকে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষায় সহায়তা বৃদ্ধির জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। এ মৌসুমে প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঘটে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকটের জন্য দায়ী না হয়েও বড় ধরনের এই মানবিক সংকট মোকাবেলা করছে। প্রায় এক মিলিয়ন রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে আন্তর্জাতিক মহলের আগ্রহ ধীরে ধীরে বাড়ছে। এ দেশে একটি ভাল নির্বাচনই হবে। সংবাদ সম্মেলনে তার সঙ্গে দেশটির লিঙ্গ সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা রোপারও ছিলেন। তারা দুজনই শনিবার কক্সাবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন। ইতোমধ্যেই যুক্তরাজ্য ১২৯ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে বাংলাদেশকে।
×