ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুত কেন্দ্র নির্মাণে অনুমোদন পেয়েছে ইউনিক হোটেল

প্রকাশিত: ০৪:১৩, ২৮ জুন ২০১৮

বিদ্যুত কেন্দ্র নির্মাণে অনুমোদন পেয়েছে ইউনিক হোটেল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস যৌথভাবে বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে লেটার অব ইনটেন্ট (এলওআই) পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস, গুয়ামা পিআর হোল্ডিংস বিভি এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেড যৌথভাবে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য বিপিডিবি থেকে অনুমতি পেয়েছে। গত ২৫ জুন এ অনুমতি পত্র গ্রহণ করেছে কোম্পানিগুলো। অনুমতি অনুযায়ী নারায়ণগঞ্জের মেঘনাঘাটে এই বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হবে। কোম্পানিগুলো বাণিজ্যিকভাবে বিদ্যুত উৎপাদনের তারিখ থেকে ২২ বছর পর্যন্ত বিদ্যুত উৎপাদন করতে পারবে। এই বিদ্যুত কেন্দ্রটিতে ইউনিটক হোটেলের ৬৫.০১ শতাংশ, গুয়ামা পিআর হোল্ডিংস বিভির ৩০ শতাংশ এবং স্ট্র্যাটেজিক ফাইন্যান্সের ৪.৯৯ শতাংশ মালিকানা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ব্যাংক হলিডে উপলক্ষে রবিবার শেয়ারবাজার বন্ধ ব্যাংক হলিডে উপলক্ষে আগামী ১ জুলাই রবিবার দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একই কারণে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, ব্যাংক হলিডে উপলক্ষে বছরে দু দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। একই কারণে বন্ধ থাকে লেনদেনও। বছরের শুরুতেই দুই স্টক এক্সচেঞ্জ ছুটির যে তালিকা প্রকাশ করেছে তাতে ১ জুলাই লেনদেন বন্ধের বিষয়টি রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×