ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

৩০ জুন ও ৭ জুলাই তৃণমূল নেতাদের সঙ্গে ফের বসতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৪, ২৬ জুন ২০১৮

৩০ জুন ও ৭ জুলাই তৃণমূল নেতাদের সঙ্গে ফের বসতে পারেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ আগামী নির্বাচনকে সামনে রেখে আগামী ৩০ জুন প্রথম দফা এবং ৭ জুলাই দ্বিতীয় দফায় তৃণমূল নেতাদের সঙ্গে ফের বৈঠকে বসতে পারেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক সূত্রে এমন আভাস পাওয়া গেছে। সূত্র মতে, আগামী ৩০ জুন চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আগামী ৭ জুলাই ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সসম্পাদক, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হতে পারে। আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাদের সুসংগঠিত করা, নির্বাচনে চূড়ান্ত প্রস্তুতি নিতে বর্ধিত সভায় বিশেষ দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নির্বাচনের সামনে রেখে দলীয় প্রার্থীদের অবস্থান, সাংগঠনিক অবস্থা এবং সৃষ্ট দ্বন্দ্ব-কোন্দল নিরসনে সরাসরি তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলতে চান আওয়ামী লীগ সভাপতি। এ কারণেই দুদফায় সারাদেশের তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী।
×