ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যশোরে নিহত ভাইয়ের শোকে বোনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৪, ২৬ জুন ২০১৮

যশোরে নিহত ভাইয়ের শোকে বোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সন্ত্রাসীদের হাতে হত্যাকা-ের শিকার লিটনের শোকে স্ট্রোক করে মারা গেছেন তার বোন শাহনাজ আক্তার শাবানা। হত্যাকা-ের একদিন পর রবিবার তিনি স্ট্রোক করে সোমবার ভোরে মারা যান। নিহত লিটনের কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। নিহত লিটন যুবলীগ শহর শাখার সাবেক যুগ্ম সম্পাদক এবং ঘোপ নওয়াপাড়া রোড বাইলেন এলাকার আব্দুল মুনাফ মুনের ছেলে। জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে নিহত লিটনসহ ১০-১২ জন ঘোপ সেন্ট্রাল রোড যুবলীগের আঞ্চলিক কার্যালয়ে বসে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। রাত ১০টার দিকে আসামিরা যুবলীগের ওই কার্যালয়ে ঢুকে দুইটি বোমা মারে। লোকজন ভয়ে পালিয়ে গেলে আসামিরা কার্যালয়ের ভেতরে ঢুকে লিটনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এসে লিটনকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে পৌঁছালে এ্যাম্বুলেন্সের মধ্যে তার মৃত্যু হয়। এদিকে, লিটনের হত্যার পর থেকেই তার বোন শাহনাজ আক্তার শাবানা আহাজারি করতে করতে বারবার মুর্ছা যেতে থাকেন। রবিবার বিকেলে তিনি ব্রেন স্ট্রোক করেন। তাকে দ্রুত ২৫০ শয্যা হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেয়ার পথে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিটনের মেঝো বোন নাজমা আক্তার সাংবাদিকদের জানান, তার ছোট বোন শাবানা নিঃসন্তান হওয়ায় লিটনের দুই সন্তানকে সেই মানুষ করতো। লিটনকেও সে খুবই ভালবাসতো-¯েœহ করতো। লিটনের হত্যার পর সে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে সেও চলে গেল।
×