ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও আবেদন শুরু

প্রকাশিত: ০৩:৫০, ২৫ জুন ২০১৮

ভিএফএস থ্রেড ডাইংয়ের আইপিও আবেদন শুরু

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ রবিবার শুরু হয়। যা চলবে ২ জুলাই পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ৩ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৩৮তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। শেয়ারবাজার থেকে উত্তোলনযোগ্য অর্থ দিয়ে কোম্পানিটি প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যবহার করবে। কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৯০ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×