ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ট্রলারডুবি ॥ দুই মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৬, ২০ জুন ২০১৮

 বরিশালে ট্রলারডুবি ॥  দুই মরদেহ  উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে ডিসি রোডের খেয়াঘাট সংলগ্ন কারখানা নদী থেকে প্রথমে ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুরের বাসিন্দা ফিরোজ খানের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী লিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এরপর পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের চার বছরের শিশুকন্যা হাফসার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এছাড়াও নিখোঁজ বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ নলুয়া এলাকার হিরণের ছেলে রিপন ও ফরিদপুর ইউনিয়নের জামাল চাপরাশির ছেলে ইমরান চাপরাশির সন্ধান পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত রবিবার ডিসি ঘাট থেকে ট্রলারটি ২৫ থেকে ৩০ যাত্রী নিয়ে কারখানা নদীর শিয়ালগুনি ঘাটে যাওয়ার সময় নদীর পাড় ভেঙ্গে পল্টুনে আঘাত হানলে ট্রলার উল্টে যায়। এ সময় যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠলেও চারজন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। ট্রলারডুবির পর থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে ওইদিনই ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার সকাল থেকে নৌবাহিনীর একটি দল উদ্ধার অভিযানে যোগ দেন।
×