ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চার প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৪:১২, ১৯ জুন ২০১৮

চার প্রতারক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৮ জুন ॥ শুক্রবার সন্ধ্যায় মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযানের নামে প্রতারণার সময় পুলিশ এক ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে। এরা হলো- কামাল উদ্দিন, নাজমুল হাসান, সেলিম রেজা। এদের বাড়ি মাগুরার বিভিন্ন গ্রামে। এ সময় অপর দুই প্রতারক পালিয়ে যায়। জানা যায়, জেলার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাজারে একদল প্রতারক একটি মাইক্রোবাসে করে বাজারের মিষ্টি ব্যবসায়ী কামরুল হাসানের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযানের নামে হাজির হয়। তারা দোকানিকে দুই লাখ টাকা জরিমানা করেন। এ সময় মিষ্টি দোকানির সঙ্গে দর কষাকষি করে ১০ হাজার টাকায় সমাধান হয়।
×