ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লগার শাহজাহানের হত্যাকারীকে খুঁজতে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা

প্রকাশিত: ০৪:১১, ১৯ জুন ২০১৮

ব্লগার শাহজাহানের  হত্যাকারীকে খুঁজতে সিসি ক্যামেরার  ফুটেজ পরীক্ষা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ব্লগার শাহজাহান বাচ্চুর হত্যাকারী ৮ দিনেও নিশ্চিত করা যায়নি। তবে হত্যাকারীদের সনাক্ত করতে অন্তত চারটি ইউনিট এখনও কাজ করছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সোমবার দুপুরে জানিয়েছেন, তদন্তের অগ্রগতি সন্তোষজনক। প্রত্যক্ষদর্শীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা ছাড়াও পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট অনেকের জবানবন্দী নেয়া হয়েছে। তবে এখনও হত্যাকারীদের নিশ্চিত করা যায়নি। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এর আগে তদন্তে সঙ্গে থাকা একটি ইউনিটের দায়িত্বশীল এক কর্মকর্তা ঘটনার সঙ্গে ‘আনসারুল ইসলাম’ নামের সংগঠনটি জড়িত থাকার বিষয়েও জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে তদন্ত শেষ হওয়ার আগে কোন কথা বলা ঠিক হবে না। তিনি আরও বলেন ঘটনার পর পরিবারের সদস্যদের কোন হুমকি বা সমস্যা আছে জানা যায়নি। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, হত্যাকারীদের সনাক্ত করতে নানা রকমের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া সিসি ক্যামেরার ভিডিও জব্দ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। উল্লেখ্য, ১১ জুন সন্ধ্যায় নিজ বাড়ির অদূরে সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের পূর্ব কাকালদী গ্রামের তিন রাস্তার মোড়ে (মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের) দুর্বৃত্তদের গুলিতে ব্লগার শাহজাহান বাচ্চু নিহত হন।
×