ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজেদের ফেবারিট ভাবছে না উরুগুয়ে

প্রকাশিত: ০৬:০৪, ১৪ জুন ২০১৮

নিজেদের ফেবারিট ভাবছে না উরুগুয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ-এ’তে স্বাগতিক রাশিয়া, সৌদি আরব ও মিসরকে পাচ্ছে উরুগুয়ে। যেটিকে এবারের বিশ্বকাপের সবচেয়ে দুর্বল গ্রুপ বলা হচ্ছে, যেখানে নিশ্চিত ফেবারিট এডিসন কাভানি, লুইস সুয়ারজদের উরুগুয়ে। তবে তেমনটা ভাবছেন না ২৪ বছর বয়সী মিডফিল্ডার জিওরজিয়ান ডি এ্যারসকিয়েটা, ‘আমরা নিজেদের ফেবারিট ভাবছি না। রাশিয়া স্বাগতিক। সৌদি আর মিসরও ভাল খেলে বিশ্বকাপে এসেছে। সুতরাং প্রতিপক্ষ নয়, আমরা কেবল নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। মাঠে নামতে দলের সবাই মুখিয়ে আছে। আমাদের দলে এডিনসন কাভানি আর লুইস সুয়ারেজের মতো বিশ্বসেরা সব পারফর্মার আছেন। তারা অনেক অভিজ্ঞ। আমাদের সবসময় সাহায্য করছেন। সবমিলিয়ে উরুগুয়াইন সমর্থকদের ভাল কিছু উপহার দেয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিতে তৈরি হয়ে আছি।’ এ্যারসকিয়েটা যেভাবেই দেখুন, বিশ্লেষকদের মতে গ্রুপে নিশ্চিত ফেবারিট হিসেবেই নামবে উরুগুয়ে। অন্তত অপর দলগুলো যেখানে অনেক বেশি দুর্বল। ১৫ জুন মিসরের সঙ্গে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপে মিশন শুরু করবে সুয়ারেজ-কাভানির উরুগুয়ে। বড় মঞ্চের এ গ্রুপে দুর্বল সব প্রতিপক্ষের সঙ্গে দলটির কেমন করে সেটিই এখন দেখার অপেক্ষা।
×