ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শতভাগ প্রস্তুত রাশিয়া পর্দা উঠছে কাল

প্রকাশিত: ০৬:১৯, ১৩ জুন ২০১৮

শতভাগ প্রস্তুত রাশিয়া পর্দা উঠছে কাল

জাহিদুল আলম জয় ॥ সব আয়োজন শেষ করেছে আয়োজক রাশিয়া। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। আজকের দিন শেষে কালই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত, বর্ণিল ও রঙিন বিশ্বকাপ ফুটবলের। এখন সব পথ মিশে গেছে রাশিয়ায়। গোটা দুনিয়ার দৃষ্টি বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশটিতে। ফিফা বিশ্বকাপের ২১তম আসর ঘিরে গোটা রাশিয়ায় সাজ সাজ রব। আয়োজকরা বিশ্বকাপ সফল করতে সব ধরনের প্রস্তুত সম্পন্ন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিরাপত্তার বিষয়ে সবাইকে নিশ্চিত করেছেন। তিনি যে কোন মূল্যে বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনোও জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনে শতভাগ প্রস্তুত রাশিয়া। বরবারের মতো এবারও বিশ্বকাপের উদ্বোধন হবে জমকালো, মনোমগ্ধকর ও আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাশিয়ার সবচেয়ে বড় ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার মানুষের সামনে মঞ্চ মাতাবেন বিভিন্ন অঙ্গনের তারকারা। রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’র মধ্য দিয়ে শুরু হবে মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠান। থিম সং ইতোমধ্যেই সবার মুখে মুখে। এই সং নিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন উইল স্মিথ আর নিকি জ্যাম। এছাড়াও অনুষ্ঠানে থাকবে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। রাশিয়ান সংস্কৃতির অনেক অজানা বিষয় ফুটিয়ে তোলা হবে অনুষ্ঠানে। মাঠ ভরা দর্শকের সামনে জিমন্যাস্ট এবং ট্র্যামপোলিনিস্টদেরও পারফর্মেন্স দেখানোর কথা আছে। ২০১২ লন্ডন অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এখনও তরতাজা ক্রীড়াপ্রেমীদের মনে। ব্রাজিল বিশ্বকাপেই যেমন জেনিফার লোপেজ ও পিটবুলের মঞ্চ মাতানো পারফর্মেন্স দেখে মুগ্ধ বনে গিয়েছিল পুরো দুনিয়া। এবার থিম সং নিয়ে তেমনি মঞ্চ মাতাবেন উইল স্মিথ ও নিকি জ্যাম। থিম সংয়ের দুই তারকা ছাড়াও জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আলো করবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো, পপশিল্পী রবি উইলিয়ামস ও রাশিয়ান গায়িকা আইডা গারিফুলিনা। দুইবার বিশ্বকাপ জয়ী রোনাল্ডো বলেছেন, উদ্বোধনী ম্যাচটি সবসময়ই প্রতীকী ম্যাচ। এটা এমন একটি মুহূর্ত, যখন আপনি বুঝতে পারেন যে মুহূর্তটির জন্য আপনি চার বছর ধরে অপেক্ষা করছিলেন তা অবশেষে এসেছে। কেউ জানে না টুর্নামেন্টের এই চার সপ্তাহে কি হবে, কিন্তু সবাই এ ব্যাপারে নিশ্চিত যে এটা স্মরণীয় হবে। স্বাভাবিকভাবেই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত পপ তারকা রবি। তিনি বলেন, আমি খুবই খুশি এবং রোমাঞ্চিত এমন অনন্য পারফর্মেন্স করার সুযোগ পেয়ে। আমি জীবনে অনেক পারফর্ম করেছি কিন্তু আশি হাজার ফুটবল ভক্তের সামনে কোন বিশ্বকাপ উদ্বোধন করাটা স্বপ্নেরও অতীত। আমরা ফুটবল এবং সঙ্গীতপ্রেমীদের রাশিয়ায় আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার গানের জগতের সেনসেশন তরুণ গায়িকা আইডা গারিফুলিনা তো আরও বেশি উচ্ছ্বসিত। তিনি বলেন, কখনও কল্পনা করিনি আমি এমন একটা অনুষ্ঠানের অংশ হতে পারব। তাও আমার নিজ দেশে, রাশিয়ায়। অদ্ভূত ভাললাগা কাজ করছে। আশা করছি নিজের সেরাটা পারফর্ম করতে পারব। স্বাগতিক রাশিয়াকে শুভকামনা জানিয়ে ফিফা বস ইনফান্টিনো বলেছেন, রাশিয়া শতভাগ প্রস্তুত। বিশ্বকাপ মাঠে গড়ালে গোটা দুনিয়া তা বুঝতে পারবে। সবাই দেখতে পারবেন স্টেডিয়ামগুলো কত সুন্দর। দেশটা কত ভালভাবে প্রস্তুত। আশাকরি সবকিছু ঠিকঠাক হবে। রাশিয়ার জন্য শুভকামনা।
×