ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বজুড়ে অশান্তি বাড়ছেই

প্রকাশিত: ০৪:১০, ৮ জুন ২০১৮

বিশ্বজুড়ে অশান্তি বাড়ছেই

ইন্সটিটিউট ফর ইকোনমিক্স এ্যান্ড পিস (আইইপি) এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত ১০ বছরে পৃথিবী সবচেয়ে অশান্ত ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাত বেড়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি বুধবার লন্ডনে তাদের দ্বাদশ বার্ষিক গ্লোবাল পিস ইনডেস্ক প্রকাশ করে।সূচক অনুযায়ী ২০১৭ সালে ৯২টি দেশ আরও অশান্ত হয়েছে। আর ৭১টি দেশে পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা চার বছর ধরে ইনডেস্কে নেতিবাচক ভাব বিরাজ করছে বলে জানান অস্ট্রেলিয়া ভিত্তিক আইইপির প্রধান স্টিভ কিলেলিয়া। তিনি বলেন, ‘দিন দিন বিশ্ব জুড়ে শান্তি কমে যাচ্ছে। এই সূচক ক্রম নিম্নগামী এবং গত এক দশক ধরে এ অবস্থা চলছে।’ ২০১৭ সালে সবচেয়ে শান্ত অঞ্চল ছিল ইউরোপ। আর সবচেয়ে অশান্ত অঞ্চল ছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা। বিশ্বের নয়টি অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়া আগের মতই আছে আট নম্বরে, যদিও সার্বিকভাবে এ অঞ্চলের কিছুটা উন্নতি হয়েছে। ইনডেস্কে ১৬৩ দেশের মধ্যে সবচেয়ে নিচের দিকে আছে সিরিয়া, আফগানিস্তান ও সাউথ সুদান। তারপর যথাক্রমে ইরাক, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও রাশিয়া। এবারের সূচকে শান্তি ও স্থিতিশীলতায় সবচেয়ে ভাল অবস্থানে আছে আইসল্যান্ড। শীর্ষ দশের বাকি দেশগুলো হলো- নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, ডেনমার্ক, কানাডা, চেক রিপাবলিক, সিঙ্গাপুর, জাপান ও আয়ারল্যান্ড। জার্মানির অবস্থান তালিকায় ১৭ নম্বরে। -ডয়েচভেল
×