ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনড় সিলেট সিটি মেয়র

প্রকাশিত: ০৫:৪০, ৬ জুন ২০১৮

অনড় সিলেট সিটি মেয়র

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ফুটপাথ দখলমুক্ত করতে গিয়ে হকার ও সিটি কর্পোরেশন এখন মুখোমুখি। দখল মুক্ত ইস্যুতে সিটি মেয়র অনড়। হকাররা ফুটপাথ ছাড়তে নারাজ। সিলেট সিটি কর্পোরেশনে হকারদের হামলার প্রতিবাদে মেয়র আরিফুল হক চৌধুরী রাস্তায় নেমে এসেছেন। মঙ্গলবার সকালে তার নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিসিক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্বীন ব্রিজ এলাকা ঘুরে আবার সিসিক প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ফুটপাথ দখলকারী দোকানিরা নিজেদের পসরা দ্রুত গুটিয়ে নিতে দেখা যায়। তবে মিছিল শেষ হয়ে গেলে হকাররা পুনরায় ফুটপাথে ও রাস্তায় নিজেদের ব্যবসা শুরু করে দেন। ফুটপাথ দখল মুক্ত ও নগরভবনে হকারদের হামলার বিষয় নিয়ে সোমবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ বিষয়ে সভা ডাকেন মেয়র আরিফুল হক। পাবিপ্রবির দশকপূর্তি উদ্যাপন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ জুন ॥ উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দশক পূর্তি উদ্যাপন করা হয়েছে। দশক পূর্তি উদ্যাপন উপলক্ষে সকালে স্বাধীনতা চত্বরের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যুক্তরাজ্যের হাইকমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। এরপর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে শেষ হয়। এরপর গ্যালারি-২তে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী সভাপতিত্ব করেন।
×