ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মা-ছেলে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৬ জুলাই

প্রকাশিত: ০৬:২২, ৫ জুন ২০১৮

রাজধানীতে মা-ছেলে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৬ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ১৬ জুলাই ধার্য করেছে আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খোরশীদ আলম নতুন তারিখ ধার্য করেন। আদালতের থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান এই তথ্য জানান। মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছর ১ নবেম্বর কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলাম রোডের ৭৯/এ বাড়িতে মা শামসুন্নাহার (৪৫) ও ছেলে শাওনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের স্বামী আবদুল করিম পুরান ঢাকার শ্যামবাজারের ব্যবসায়ী। ওই ঘটনায় গত বছরের ২ নবেম্বর নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে নিহতের স্বামী আব্দুল করিম, তার তৃতীয় স্ত্রী শারমীন মুক্তা, মুক্তার ভাই জনিসহ অজ্ঞাত কয়েকজনকে।
×