ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পাপুয়া নিউগিনিতে ফেসবুক বন্ধ

প্রকাশিত: ০৬:৩৪, ১ জুন ২০১৮

পাপুয়া নিউগিনিতে ফেসবুক বন্ধ

ফেসবুকে পর্নোগ্রাফি আর ভুয়া সংবাদ প্রচার ঠেকাতে পাপুয়া নিউগিনি দেশটিতে একমাসের জন্য বন্ধ করে দিচ্ছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। তারা বলছে, এ সময় ভুয়া প্রোফাইল খুঁজে বের করা হবে এবং দেশে ওয়েবসাইটটির প্রভাব বিবেচনা করা হবে। খবর বিবিসির। পাপুয়া নিউগিনির যোগাযোগ মন্ত্রী স্যাম বাসিল বলেছেন, যেসব ফেসবুক ব্যবহারকারী পর্নোগ্রাফি এবং মিথ্যা তথ্য পোস্ট করছে তাদের শনাক্ত করা হবে। এমনকি দেশটি নতুন সোশ্যাল নেটওয়ার্ক চালু করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মূলত ক্যামব্রিজ এ্যানালিটিকা বিতর্কের পর থেকেই ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়ে ফেসবুক। একই সঙ্গে মিথ্যা সংবাদ মোকাবেলায় ফেসবুকের পন্থাও বেশ সমালোচিত হচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে। পাপুয়া নিউগিনির মাত্র ১০ ভাগ মানুষের ইন্টারনেটের এ্যাকসেস রয়েছে। তবে দেশটিতে অনলাইন সার্ভিসের রেগুলেশন নিয়ে বেশ তৎপর পাপুয়া নিউগিনি সরকার। -অর্থনৈতিক রিপোর্টার
×