ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলিয়ঁসে স্থাপত্য নক্সার প্রদর্শনী ‘আর্কিপ্রি বাংলাদেশ’

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ মে ২০১৮

আলিয়ঁসে স্থাপত্য নক্সার প্রদর্শনী ‘আর্কিপ্রি বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারিজুড়ে ছড়িয়ে আছে স্থাপত্যের নানা নক্সা। নক্সার পাশাপাশি দৃশ্যমান হয়েছে স্থাপত্য প্রকল্পের রূপরেখা। এমন অনুষঙ্গে সজ্জিত স্থাপত্যের নান্দনিকতা মেলে ধরা প্রদর্শনীটির শিরোনাম ‘আর্কিপ্রি বাংলাদেশ’। ফরাসী সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে এই প্রদর্শনী। যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ। নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আর্কিপ্রি ইন্টারন্যাশনাল নতুন প্রজন্মের সেরা তরুণ স্থপতিদের নিয়ে সমন্বিত আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করে। পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের সেরা প্রোজেক্ট নিয়ে এই আন্তর্জাতিক প্লাটফর্মে অংশগ্রহণ করতে পারে। সে সব প্রোজেক্ট থেকে ‘হান্টার ডগলাস এ্যাওয়ার্ড’ এর জন্য বাছাই ও পুরস্কৃত করেন জুরি সদস্যরা । নতুন প্রজন্মের সেরা স্থপতিদের খুঁজে বের করতে প্রতি দুই বছর পরপর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় অক্সফোর্ড, এমআইটি, হার্ভার্ডের মতো নামী বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সেরা প্রোজেক্টগুলো। বাংলাদেশ থেকেও প্রতিবার নানা বিশ্ববিদ্যালয় এর স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেসব প্রকল্প নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ এবং ‘আর্কিপ্রি ইন্টারন্যাশনাল’ যৌথভাবে বাংলাদেশে প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করছে। এতে সহায়তা করছে বাংলাদেশ থেকে ২০১৭ সালে ‘আর্কিপ্রি ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশগ্রহকারী শিক্ষার্থীদের একটি অংশ। প্রদর্শনী প্রসঙ্গে বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক খন্দকার শাব্বির আহমেদ বলেন, এই উদ্যোগ আমাদের দেশের তরুণ স্থপতি এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের স্থাপত্যচর্চা সম্পর্কে সচেতন করবে। উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আরেক তরুণ স্থপতি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক নাজমুল হক নাঈম বলেন, এ রকম উদ্যোগ বাংলাদেশে এই প্রথম এবং এর সঙ্গে আমরা একটি বই প্রকাশ করব যেখানে বাংলাদেশ থেকে নানা সময় অংশগ্রহণকারী এবং ২০১৭ সালে পুরস্কার বিজয়ী প্রোজেক্টগুলো একসঙ্গে পাওয়া যাবে। চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি অমিত ইমতিয়াজ বলেন, আমরা চাচ্ছিলাম এই আন্তর্জাতিক প্লাটফর্মকে বাংলাদেশের স্থাপত্য শিক্ষার্থীদের কাছাকাছি নিয়ে আসতে যেন তারা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি বুঝতে পেরেছি, একটি নতুন আইডিয়া কতটা গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের গ্রাজুয়েট এবং তরুণ স্থপতি মুশফিকুস সালেহীন বলেন, গ্রাজুয়েশন প্রোজেক্ট হিসেবে কেমন ধরনের প্রোজেক্ট সিলেক্ট করা উচিত, কিভাবে একটা গ্রাজুয়েশন প্রোজেক্ট নিয়ে কাজ করা যায় এবং একটা গ্রাজুয়েশন প্রোজেক্ট নিয়ে কতটুকু স্বপ্ন দেখা যায়, এই আয়োজনের মাধ্যমে এসব বিষয়গুলো নিয়ে ছাত্র-শিক্ষক এবং স্থপতিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এই উদ্যোগ বাংলাদেশের স্থাপত্য ও পরিকল্পনা পরিসরের বর্তমান পরিস্থিতিকে মৌলিকভাবে প্রভাবিত করবে। ২৫ মে থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ১ জুন পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত সাড়ে আটটা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।
×