ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সব সুপার মলেই ভেজাল, আরও তিনটিতে জেল জরিমানা

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ মে ২০১৮

সব সুপার মলেই ভেজাল, আরও তিনটিতে জেল জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ আগোরা, স্বপ্ন, মীনা, পিক এ্যান্ড পে শীর্ষ শপিং মলের দাবিদার। এসব মলে পণ্যের মান নিয়ে প্রশ্ন থাকতে পারেÑ এমনটি বিশ্বাস করতে কষ্ট হয় মিরপুরের গৃহবধূ মার্জিয়ার। মঙ্গলবার যখন তার সামনেই আগোরায় (মিরপুর) ভ্রাম্যমাণ আদালত দেখিয়ে দিলেন, ভেজালের মাত্রাটা কত- তখন তিনি বিস্মিত। সঙ্গে সঙ্গেই ফেরত দিলেন হাতে নেয়া সব পণ্য। ফিরে গেলেন শূন্য হাতে। যাওয়ার সময় শুধু বললেন- আগোরা, মীনায় স্বপ্নের মতো জায়গায় যদি এমন ভেজাল থাকে- তাহলে আর যাব কোথায়। এদিন সকালে ভ্রাম্যমাণ আদালত সেখানে হানা দিয়ে দেখতে পান থরে থরে সাজানো সব পণ্য। কাঁচাবাজার, মাছ, মাংস কি নেই সুপার শপ আগোরায়। ভোক্তারাও আস্থা নিয়ে আসেন মিরপুর সনি সিনেমা হলের পাশের আগোরা সুপার শপে। কিন্তু এ সুপার শপে ভাল মাছের সঙ্গেই রাখা হয়েছে পচা-গলা মাছও। ফলে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানাসহ দু’জনকে তিনমাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ, ডিবি পুলিশ ও বিএসটিআইয়ের সহযোগিতায় মঙ্গলবার মিরপুর সনি সিনেমা হলের পাশে আগোরা সুপার শপে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সুপার শপটিতে পচা শুকনো পটল, পচা-গলা রুই মাছ ও রূপচাঁদা মাছ বিক্রি করতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগোরায় ভালমানের পণ্য কেনার আস্থা নিয়ে আসেন ক্রেতা সাধারণরা। কিন্তু এখানে এসে দেখা গেল ভাল মাছের সঙ্গে পচা-গলা মাছও বিক্রি করা হচ্ছে। ১০ কেজি রূপচাঁদা ও রুই মাছ জব্দ করা হয়েছে যা বিক্রি ও খাওয়ার অনুপযোগী। অভিযানে সুপার শপটিতে পচা শুকনো পটল, পচা-গলা রুই মাছ ও রূপচাঁদা মাছ বিক্রি করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫, ৫১ ও ৫৩ ধারায় মিরপুর আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ফ্লোর ইনচার্জ মিজানুর রহমান ও ক্যাশিয়ার কাউসারকে তিন মাসের কারাদ- দেয়া হয়েছে।
×