ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বর্তমান চ্যাম্পিয়ন জেলেনার বিদায়

প্রকাশিত: ০৭:০৭, ২৯ মে ২০১৮

বর্তমান চ্যাম্পিয়ন জেলেনার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন জেলেনা ওস্টাপেঙ্কো। রবিবার ইউক্রেনের অখ্যাত ক্যাটেরিনা কোজলোভার কাছে হার মানেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ক্যাটেরিনা কোজলোভার কাছে এদিন ৭-৫ এবং ৬-৩ গেমে হার মানেন লাটভিয়ার এই টেনিস তারকা। সেইসঙ্গে লজ্জাজনক এক রেকর্ডও গড়েন তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। ওপেন যুগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের বর্তমান খেলোয়াড় হয়ে খেলতে নেমে প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন জেলেনা ওস্টাপেঙ্কো। ফরাসী ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ছাড়াও প্রথম পর্ব থেকে ছিটকে গেছেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি ভেনাস উইলিয়ামস, গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা এবং বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাও। তবে দারুণ জয়ে দ্বিতীয় পর্বের টিকেট কেটেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, জাপানের নাওমি ওসাকা এবং স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো। গত মৌসুমে এই ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমেই নতুন এক ইতিহাস গড়েছিলেন ওস্টাপেঙ্কো। লাটভিয়ার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এর পরের সময়টাতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে পরিণত করতে পারেননি তা। ম্যাচ শেষে তাই হতাশা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে ওস্টাপেঙ্কো বলেন, ‘আমি মনে করি, এটা আমার জন্য চরম বাজে একটা দিন। সবকিছু মিলিয়েই দিনটা খুব খারাপ কেটেছে।’ ওপেন যুগে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার ঘটনা এর আগে মাত্র পাঁচবার দেখেছেন টেনিসপ্রেমীরা। ষষ্ঠ প্রমীলা খেলোয়াড় হিসেবে সেই লজ্জাজনক রেকর্ডে ভাগ বসালেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। সূচনাটা ভাল হয়নি ভিক্টোরিয়া আজারেঙ্কারও। সোমবার টুর্নামেন্টের প্রথম পর্ব থেকে বিদায় নিলেন বেলারুশ সুন্দরীও। চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভার কাছে হেরে শুরুতেই হোঁচট খেলেন তিনি। গত বছরের জুলাইয়ে সর্বশেষ কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন আজারেঙ্কা। এরপর মৌসুমের বেশির ভাগ সময়ই কোর্টের বাইরে কাটে তার। মূলত সন্তান নিয়ে মামলা সংক্রান্ত পারিবারিক ঝামেলার কারণেই কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন। কিন্তু ভক্ত-অনুরাগীদের ধারণা ছিল রোঁলা গ্যারোয় স্বরূপে দেখা যাবে তাকে। কিন্তু সমর্থকদের হতাশ করেছেন তিনি। সোমবার প্রথম পর্বের ম্যাচে ক্যাটেরিনা সিনিয়াকোভা ৭-৫ এবং ৭-৫ গেমে হার মানেন আজারেঙ্কা। এই হারের ফলে রোঁলা গ্যাঁরোয় গত পাঁচ বছরের মধ্যে মাত্র পাঁচ ম্যাচে জয় পেয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। এছাড়া দিনের অন্য ম্যাচে কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভার কাছে জোহানা কন্টা এবং চীনের ওয়াং কিয়াংয়ের কাছে লজ্জাজনকভাবে হার মানেন ভেনাস উইলিয়ামস। পুতিনসেভা ৬-৪ এবং ৬-৩ গেমে পরাজিত করেন গ্রেট ব্রিটেনের সফল প্রতিনিধি জোহানা কন্টাকে। আর সাত বারের গ্র্যান্ডস্লামজয়ী ভেনাস উইলিয়ামসকে ৬-৪ এবং ৭-৫ গেমে হারান ওয়াং কিয়াং। তবে জয় দিয়েই মিশন শুরু করেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো এবং জাপানের নাওমি ওসাকা। এই মৌসুমে ইতোমধ্যেই চারটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন কেভিতোভা। যার মধ্যে ক্লে-কোর্টের প্রাগ এবং মাদ্রিদ ওপেনও রয়েছে। চার শিরোপা জিতে এবার ফেবারিট হিসেবেই ফরাসী ওপেনে খেলতে নামেন তিনি। শুরুটাও করেছেন ঠিক নিজের মতো করেই। প্রথম সেট হারলেও শেষ পর্যন্ত কেভিতোভা ৩-৬, ৬-১ এবং ৭-৫ গেমে পরাজিত করেন প্যারাগুয়ের ভেরোনিকা চেপেদে রোগকে। পরের রাউন্ডে ২৮ বছর বয়সী পেত্রা কেভিতোভার প্রতিপক্ষ স্পেনের লারা অরুয়াবারেনা। যিনি প্রথম পর্বের ম্যাচে ৭-৬ এবং ৬-৩ গেমে হারান হুন্ডুরাসের তিমিয়া বাবোসকে।
×