ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন চলচ্চিত্রে রহিম সুমন

প্রকাশিত: ০৪:০০, ২৭ মে ২০১৮

তিন চলচ্চিত্রে রহিম সুমন

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম অভিনেতা রহিম সুমন। সমানতালে কাজ করছেন মঞ্চ, টেলিভিশন ও বড় পর্দায়। রহিম সুমন বাংলাদেশের প্রথম সারির নাট্যসংগঠন ঢাকা থিয়েটারের সক্রিয় সদস্য। মঞ্চের পাশাপাশি প্রতিনিয়ত নতুন নতুন কাজে সম্পৃক্ত হচ্ছেন। অসংখ্য খ- নাটক ও বেশ কিছু ধারাবাহিক নাটক এবং টেলিফিল্মে কাজ করেছেন। পরিবেশ ও সমাজ সচেতনতামুলক ডকুমেন্টারিতেও অভিনয় করছেন। সব মিলে অভিনয়শিল্পী হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। শিল্পী রহিম সুমন ইতোমধ্যে তিনটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। চলচ্চিত্রটি তিনটি হলো আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দির পরিচালনায় ‘যাযাবর’, মুহম্মদ হাসান শিকদার চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ‘অবতার’ এবং টিটো রহমানের ’বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়া’। এই চলচ্চিত্রের চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ। চলচ্চিত্রটি মূল অংশ দৃশ্যায়ন হয়েছে খুলনার পাইকগাছায়। বাকিটা শূটিং হয়েছে যশোর ও ঢাকায়। রহিম সুমন অভিনীত এই চলচ্চিত্রগুলো অচিরেই মুক্তি পাবে বলে জানান তিনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার চলচ্চিত্র ‘পাষান’। চলচ্চিত্রটি পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা সৈকত নাসির। প্রচারের অপেক্ষায় রয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ধারাবাহিক ’গোল্ডেন ভাই’, দেবাশীষ বড়ুয়া দ্বীপ পরিচালিত ‘আকাশ ছোঁয়া স্বপ্ন’, জিয়া উদ্দীন রাজুর পরিচালনায় ‘চেহারা’, ইমেল হকের পরিচালনায় ‘ওয়েলকাম ক্লাব’। এ ছাড়া সম্পতি অভিনয় করলেন ওয়াহিদ তারেক নির্মিত নারীদের সচেনতামূলক একটি ডকুফিকশন, মাসুম আজিজের পরিচালনায় পরিবার পরিকল্পনা বিষয়ক ডকুমেন্টারিতে। রহিম সুমন এর আগে অনেক গুণী নির্মাতার নির্মিত নাটক, চলচ্চিত্র ও বিঙ্গাপনে কাজ করেছেন। ভবিষ্যতে বড় মাপের অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন এই অভিনেতা। রহিম সুমন তার মেধা, একাগ্রতা এবং কাজের প্রতি তার নিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাবেন তার স্বপ্নের পথে। তার জন্য শুভ কামনা।
×