ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আনসার-আল-ইসলামের ৭ সদস্য আটক

প্রকাশিত: ২৩:৩৮, ২৪ মে ২০১৮

রাজধানীর বিভিন্ন স্থান থেকে আনসার-আল-ইসলামের ৭ সদস্য আটক

স্টাফ রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে আনসার-আল-ইসলামের যে সাত সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। র্যাব-৩ ব্যাটালিয়নের একাধিক দল অভিযান চালিয়ে বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্রবাদী বইসহ তাদের আটক করে। র্যাব পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রসঙ্গত, জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামকে ২০১৭ সালের ৫ মার্চ নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। তাতে বলা হয়, সংগঠনটির কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলাপরিপন্থী। ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে। আল-কায়েদার বাংলাদেশ শাখা দাবি করে ব্লগার হত্যার দায় স্বীকারকারী ‘আনসার-আল-ইসলাম’ হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমেরই নতুন নাম।
×